হোম / রেসিপি / আমসত্ত্ব পুরভরা পনিরের সবুজ চাটনি পাতুরি
আমরা সাধারণত পাতুরি যে ভাবে বানাই সেই ভাবেই কলা পাতায় মুরে পনিরের এই পদ টি বাননানো হয়েছে ।টক ঝাল নোনতা স্বাদের ধনেপাতা ও পুদিনার চাটনি এবং আমসত্ত্ব র মিষ্টি স্বাদ এই রান্না টি কে অন্যরকম স্বাদ ও মাত্রা এনে দিয়েছে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন