হোম / রেসিপি / ওয়েল ফ্রী লেমন পেপার চিকেন

Photo of Oilfree lemon pepper chicken by Priyanka Chakraborty at BetterButter
633
6
0.0(0)
0

ওয়েল ফ্রী লেমন পেপার চিকেন

Jul-16-2018
Priyanka Chakraborty
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ওয়েল ফ্রী লেমন পেপার চিকেন রেসিপির সম্বন্ধে

খুব হেলদি একটি রেসিপি। ছোট্ট থেকে বোরো সবাই খেতে পরে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • স্ন‍্যাক্স
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চিকেন ব্রেস্ট ২০০ গ্রাম
  2. লেবুর রস ১ টেবিল চামচ
  3. গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
  4. রসুন এর পাউডার (গার্লিক পাউডার)২ চামচ
  5. লাল লঙ্কা গুরো ২ চামচ
  6. ধনেপাতা কুচি ১ চামচ
  7. নুন ১ ১/২ চামচ
  8. চাট মাসলা ১/২ চামচ

নির্দেশাবলী

  1. একটা বাটিতে চিকেন ব্রেস্ট গুলোঁচত ছোটো কিউব করে কেটে নিতে হবে।
  2. চিকেন কিউব গুলোতে গোলমরিচ গুঁড়ো,রসুন পাউডার, লাল লঙ্কা গুরো,লেবুর রস ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  3. একটা ননস্টিক পান গ্যাস এ বসিয়ে গরম হলে তাতে চিকেন কিউব গুলো দিয়ে আঁচ মেদিয়াম করে একটা ঢাকা দিয়ে রাখতে হবে ৫ মিনিট।
  4. আসতে আসতে পান এ চিকেন থেকে জল বেরোবে তাতে বোঝা যাবে চিকেন টা সিদ্ধ হচ্ছে।
  5. আরো ৫ মিনিট পরে পান এর ঢাকনা খুলে চিকন টা সিদ্ধ হলে নামিয়ে তাতে কুচিনো ধনেপাতা, অল্প লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে পরিবেশ করুন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার