হোম / রেসিপি / ছোলা পালং শাক

Photo of chola palong sakh by Sharmila Dalal at BetterButter
1040
1
0.0(0)
0

ছোলা পালং শাক

Jul-17-2018
Sharmila Dalal
10 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ছোলা পালং শাক রেসিপির সম্বন্ধে

ছোলাতে প্রোটিন আছে

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • ঢিমে আঁচে রান্না

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. পালংশাক কুচি 3 কাপ
  2. ছোলা সিদ্ধ হাফ কাপ
  3. নুন স্বাদ মত
  4. চিনি স্বাদমতো
  5. হলুদ গুঁড়ো 1 চা চামচ
  6. কাঁচা লঙ্কা দুটি
  7. তেজপাতা একটি
  8. পাঁচফোড়ন 1 চা চামচ
  9. আলু একটি পিস করা
  10. বেগুন হাফ কাপ পিস করা

নির্দেশাবলী

  1. ছোলা সেদ্ধ করে নিতে হবে
  2. কড়াইতে তেল দিয়ে তেজপাতা ও পাসওয়ার্ড দিতে হবে
  3. আলু ও বেগুন নুন হলুদ দিয়ে ভাজতে হবে
  4. কাঁচা লঙ্কা দিতে হবে শাক টা দিয়ে দিতে হবে
  5. ভালো করে নেড়ে জল শুকিয়ে ছোলা গুলো ও চিনি মিশিয়ে শুকনো করে নামাতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার