হোম / রেসিপি / ওয়াটার মেলন্ পপসিক্যালস্

Photo of watermelon popsicles by Sanjhbati sen at BetterButter
228
3
0.0(0)
0

ওয়াটার মেলন্ পপসিক্যালস্

Jul-18-2018
Sanjhbati sen
5 মিনিট
প্রস্তুতি সময়
3 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ওয়াটার মেলন্ পপসিক্যালস্ রেসিপির সম্বন্ধে

বেশিরভাগ বাচ্চারা ফলের রস খেতে একদমই পছন্দ করে না, ফলের রস খাওয়াতে মায়েদের নাজেহাল অবস্থা হয়। তাই সেই ফলের রসটাকে যদি একটু অন্যভাবে তাদের সামনে উপস্থাপন করা যায় তাহলে বাচ্চাদের খেতেও মন লাগবে আর ফলের যে পুষ্টি সেটাও ওদের শরীরে প্রবেশ করবে।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • মিশ্রণ
  • ঠাণ্ডা।করা
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. বীজ বাদ দিয়ে কুচি করে কাটা তরমুজ একবাটি
  2. বিটনুন স্বাদমতো
  3. চিনি 2 টেবিল চামচ
  4. চাট মসলা হাফ চা চামচ
  5. পাতিলেবুর রস হাফ চা চামচ

নির্দেশাবলী

  1. মিক্সির বড় জারে বিটনুন বাদে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে জুস বানিয়ে নিতে হবে।
  2. এবার ওই মিশ্রণে বিটনুন মিশিয়ে একটা পাত্রে নিয়ে তাতে কিছুটা তরমুজ কুচি মিশিয়ে দিতে হবে।
  3. এবার তরমুজের জুস টা আইসক্রিম মোল্ডে ঢেলে মুখ বন্ধ করে ফ্রিজে 8 থেকে 10 ঘণ্টা রেখে দিতে হবে।
  4. 8 থেকে 10 ঘন্টা পর ওটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার