হোম / রেসিপি / Nutty pineapple herbs rice

Photo of Nutty pineapple herbs rice by Debjani Dutta at BetterButter
590
5
4.0(1)
0

Nutty pineapple herbs rice

Jul-21-2018
Debjani Dutta
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • ডিনার পার্টি
  • ফিউশন
  • অল্প তেলে ভাজা
  • প্রধান খাবার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. বাসমতি চাল ৩ কাপ
  2. চিংড়ি মাছ ১৫-১৬টা (মাথা ছাড়িয়ে পরিস্কার করা)
  3. চিকেন ১/২কাপ (সেদ্ধ করে টুকরো করা)
  4. ডিম ২টি(নুন দিয়ে ভেজে টুকরো করা)
  5. সব্জি ১ কাপ (কর্ন,গাজর,বিন,ক‍্যাপসিকাম)
  6. আনারস টুকরো ২ কাপ
  7. ভাজা বাদামের টুকরো ১ কাপ(কাজু,আমন্ড)
  8. পিঁয়াজ পাতা কুচি ৩ টেবিল চামচ
  9. রসুন কুচি ১/২ কাপ
  10. আদা কুচি ১ টেবিল চামচ
  11. মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
  12. সোয়া সস্ ১ টেবিল চামচ
  13. ফিশ্ সস্ ১ চা চামচ
  14. অরিগেনো ১ চা চামচ
  15. পার্শলে ১/২ চা চামচ(ড্রাই)
  16. নুন প্রয়োজন অনুযায়ী
  17. অলিভ ওয়েল ৫-৬ টেবিল চামচ
  18. জল ২-৩ লিটার

নির্দেশাবলী

  1. প্রথমে চাল ভালো করে ধুয়ে নুন আর তেল দিয়ে ,অর্ধেকের একটু বেশী সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিতে হবে।
  2. কড়াই এ তেল গরম করে প্রথমে রসুন দিয়ে ,তারপর আদা কুচি দিয়ে হাল্কা ভেজে ,সব্জি আর নুন দিয়ে কিছুক্ষন নাড়তে হবে(গ‍্যাস হাই এ থাকবে)
  3. এবার চিংড়ি দিয়ে কিছুক্ষন ভেজে ,সেদ্ধ চিকেন আর ডিম ভাজার টুকরো দিয়ে সোয়া সস্,ফিস্ সস্ দিয়ে নেড়ে ভাত ঢেলে দিতে হবে ।
  4. এবার ভাজা বাদামের টুকরো ,মরিচ গুঁড়ো,পিঁয়াজ পাতা কুচি,আনারসের টুকরো (আগেই হাল্কা ভেজে রাখতে হবে) দিয়ে, অরিগেনো আর পার্শলে দিয়ে নাড়াচাড়া করে ,প্রয়োজন হলে নুন দিয়ে নামিয়ে নিতে হবে।
  5. চিলি ভিনিগার বা নিজের পছন্দমতো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Jayashree Mallick
Jul-23-2018
Jayashree Mallick   Jul-23-2018

Daruuuun go

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার