হোম / রেসিপি / আপেল পাঞ্চ আইস টি
এটি ভিষন সহজ একটি রেসিপি। চা এর লিকার তৈরি করে নিন। আমি অটাম ফ্লাস দারজিলিং টি ব্যবহার করেছি। এবার আপেল, লেবুর রস, অল্প চিনি, বিট নুন আর পুদিনা পাতা র পেস্ট তৈরি করে নিন। সব টা এক সাথে চা এর লিকার এ মিশিয়ে আর ঠান্ডা করতে দিন। ঠান্ডা হলে বরফ টুকরো আর আপেল সাজিয়ে পরিবেশন করুন।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন