হোম / রেসিপি / ডিম ছাড়া আটা আখরোট পেস্তা কিসমিস আলমন্ড কলা কেক

Photo of Eggless Whole Wheat Almond Walnut Pistachew Raisin Banana Cake by Aparajita Dutta at BetterButter
552
2
0.0(0)
0

ডিম ছাড়া আটা আখরোট পেস্তা কিসমিস আলমন্ড কলা কেক

Jul-26-2018
Aparajita Dutta
15 মিনিট
প্রস্তুতি সময়
40 মিনিট
রান্নার সময়
8 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ডিম ছাড়া আটা আখরোট পেস্তা কিসমিস আলমন্ড কলা কেক রেসিপির সম্বন্ধে

এটা একটা ভীষণ স্বাস্থ্যকর কেক। যারা স্বাস্থ্য সচেতন, তারাও এটা অনায়াসে খেতে পারে। এতে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। সেটা সাদা চিনির চেয়ে বেশি স্বাস্থ্যকর।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • টিফিন রেসিপি
  • ইউরোপীয়ান
  • ফেটানো
  • মিশ্রণ
  • বেকিং
  • ঠান্ডা করা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 8

  1. পাকা কলা 4 টা
  2. 1 1/4 কাপ আটা
  3. 1/2 কাপ তেল
  4. 1/4 কাপ মিল্কমেড
  5. 1/2 কাপ ব্রাউন চিনি
  6. ভ্যানিলা 1 চা চামচ
  7. 1 চা চামচ বেকিং পাউডার
  8. 1/2 চা চামচ বেকিং সোডা
  9. নুন 1 চিমটি
  10. সুখনো ফল যেমন আখরোট, পেস্তা, আলমন্ড, কাজু, কিসমিস ছোট ছোট কুচি করে কাটা

নির্দেশাবলী

  1. কলা চটকে নিন।
  2. কলার সঙ্গে ব্রাউন চিনি মিশিয়ে ইলেক্ট্রিক মেশানোর যন্ত্র দিয়ে মিশিয়ে নিন।
  3. এতে মিল্কমেড, তেল, ভ্যানিলা মিলিয়ে দিন।
  4. ওভেন কে 180 সেলসিয়াস এ গরম করতে দিন। এটা সবার আগে করবেন।
  5. আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন অন্তত 3 বার চেলে নিন।
  6. এবার শুকনো উপকরণ কলার মিশ্রনের মধ্যে ধীরে ধীরে যোগ করুন।
  7. শুকনো ফল কুচি কিছুটা এর মধ্যে মিলিয়ে দিন।
  8. আগে থেকে বাটার পেপার লাগিয়ে তৈরি করা লোফ প্যান এ মিশ্রন টা ঢেলে দিন।
  9. উপর দিয়ে শুকনো ফলকুচি ছড়িয়ে দিন।
  10. 180 সেলসিয়াস গরম করা ওভেন এ 40 মিনিট বেক করুন।
  11. এটা আটা কেক, তাই একটু বেশি সময় লাগে।
  12. প্রত্যেক ওভেন আলাদা, তাই 35 মিনিট পরে একবার টুথপিক দিয়ে পরীক্ষা করে নিন।
  13. বেক হলে 10 মিনিট বাইরে বের করে ঠান্ডা করুন।
  14. টুকরো করে কেটে পরিবেশন করুন আটা আখরোট পেস্তা কিসমিস আলমন্ড কলা কেক।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার