হোম / রেসিপি / almond firni with pomgranate sauce

Photo of almond firni with pomgranate sauce by যোগিতা সাহা at BetterButter
800
2
5.0(0)
0

almond firni with pomgranate sauce

Jul-26-2018
যোগিতা সাহা
30 মিনিট
প্রস্তুতি সময়
40 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ঢিমে আঁচে রান্না
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. দুধ ৭৫০গ্রাম
  2. গোবিন্দভোগ চাল ৪চামচ
  3. আমন্ড গুঁড়ো ২চামচ
  4. চিনি ১কাপ
  5. pomgranate seeds ২কাপ ( ১ কাপ রস বের করতে হবে )
  6. এলাচ গুড়ো এক চিমটি
  7. কেশর ১ চিমটি

নির্দেশাবলী

  1. ১. 1 ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চাল ভালো করে ধুয়ে তার সঙ্গে আমন্ড গুড়ো ও একটুখানি দুধ দিয়ে মিক্সারে স্মুদ একটা পেস্ট বানিয়ে নিতে হবে ৷
  2. ২. এরপর একটি বড় প্যানে দুধ নিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে তার মধ্যে আমন্ড - রাইসের পেস্টটা দিয়ে 15 মিনিট কন্টিনুয়াস নাড়াতে হবে ৷
  3. ৩. যখন চালটা সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে চিনি , এলাচ গুঁড়ো ও জাফরান ভেজানো দুধ দিয়ে নাড়াতে হবে ৷
  4. ৪. যখন দুধ ঘন হয়ে আসবে তখন ফিরনি নাবিয়ে একটু ঠান্ডা করে পমগ্রানেট সস দিয়ে ভালো করে মিশিয়ে সার্ভিং বোলে ঢেলে উপরে গ্রেটেড amand ও pomgranate seeds দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারবে ৷
  5. ****pomgranate sause বানাতে pomgranate এর রস 1 কাপ 2 চামচ মধু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে কমে গেলে নামিয়ে ফেলতে হবে ৷একটু ঠান্ডা করে ফিরনিতে মেশাতে হবে ৷

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার