হোম / রেসিপি / স্যান্ডউইচ উইদ পাইনাপেল ফ্লেভারড পটেটো এনড এপেলো চাটনি

Photo of sandwich with pineapple flavouvered potato and apple chutney by যোগিতা সাহা at BetterButter
721
1
0.0(0)
0

স্যান্ডউইচ উইদ পাইনাপেল ফ্লেভারড পটেটো এনড এপেলো চাটনি

Jul-30-2018
যোগিতা সাহা
30 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

স্যান্ডউইচ উইদ পাইনাপেল ফ্লেভারড পটেটো এনড এপেলো চাটনি রেসিপির সম্বন্ধে

ব্রেকফাস্ট উপযুক্ত একটি টেস্টি রেসিপি

রেসিপি ট্যাগ

  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ব্রেড আটটি
  2. আপেল এক কাপ কুচি
  3. grated পাইনআপেল 1/2 কাপ রস সুদ্ধ
  4. অর্ধেক আলু সিদ্ধ রিং করে কাঁটা আটটি
  5. চিনি তিন চামচ
  6. এক চিমটে নুন
  7. গোলমরিচ গুঁড়া 1 চামচ
  8. এক চিমটি এলাচ গুঁড়ো

নির্দেশাবলী

  1. ১. প্রথমে ব্রেড কাটার দিয়ে গোল করে কেটে নিয়ে ফ্রাই প্যানে সামান্য বাটার গ্রীস করে শেকে নিতে হবে ৷
  2. ২. এবার একটি একটি প্যানে সামান্য বাটার গ্রীস করে তার মধ্যে রস সমেত পাইনাপেল এক চিমটে নুন , গোলমরিচ দিয়ে সটে করে তার মধ্যে রিং করে কাটা অর্ধেক সেদ্ধ আলু গুলো দিয়ে সটে করে হবে ৷ রস শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে ৷
  3. ৩. এবার একটি প্যানে সামান্য বাটার দিয়ে তার মধ্যে কাটা আপেল , চিনি , এক চিমটে নুন দিয়ে ভালো করে সটে করে আপেল নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ৷ শেষে এক চিমটি এলাচ গুঁড়া ও লেবুর রস দিয়ে নামিয়ে দিতে হবে ৷
  4. ৪. ফাইনালি ,অএবার একটি ব্রেড নিয়ে তার ওপর পাইনআপেল ফ্লেভারড potato দিয়ে, আবার ব্রেড দিয়ে , আবার পটেটো দিয়ে একদম উপরে আপেল চাটনি দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারবেন ৷

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার