হোম / রেসিপি / গুড় বাদাম
গুড় বাদামের সাথে আমরা সবাই খুব পরিচিত। আমার বাবা এখনও আমার বাড়িতে ঘুরতে আসলে আমার ও আমার ছেলের জন্য গুড় বাদাম নিয়ে আসে। বাড়িতে আমাদের এটি সবার খুব পছন্দের একটি খাবার। বিকেল হলেই কেমন যেন আমাদের মুখটা টুকটাক কিছু খাবার চায়। তোমাদেরও নিশ্চয়ই এমনটাই হয়। ঠিক সেই সময়ের জন্য যদি এমন গুড় বাদাম বাড়িতে বানিয়ে রাখা যায়, তাহলেতো আর কোনো কথা হবেনা। চল বন্ধুরা তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন