যে পাত্রটির মধ্যে দুধ রয়েছে ওটা কে আবার গ্যাসের ওপর বসিয়ে দুধ টাকে খুব ভালো করে নেড়ে এলাচ গুঁড়ো,আর কেশর দিয়ে দিতে হবে ।একটু খানি নাড়ার পরে কাজু, কিসমিস কুঁচি আর ভাজা সেমাইগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে ৫ থেকে ৬ মিনিট পরে ওর মধ্যে কনডেন্স মিল্ক আর চিনি দিয়ে দিতে হবে এইভাবে ১০ মিনিট নাড়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবং দুধ টা উষ্ণ গরম অবস্থায় আমের প্লাপ গুলোকে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে তাহলেই রেডি আম সেমাইয়ের পায়েস।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন