হোম / রেসিপি / Chicken lababdar

Photo of Chicken lababdar by Sanchari Karmakar at BetterButter
1543
15
0.0(3)
0

Chicken lababdar

Aug-03-2018
Sanchari Karmakar
5 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • ডিনার পার্টি
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. হাড় ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম
  2. ডিম ১ টি
  3. কর্নফ্লাওয়ার ২ চামচ
  4. পেঁয়াজ ২ টি (কুচিয়ে নেওয়া)
  5. আদা রসুনের পেস্ট ২ চামচ (১ চামচ চিকেনে মাখানোর+১ চামচ গ্রেভির জন্য)
  6. টমেটো পেস্ট হাফ কাপ বা একটা ছোটো টমেটো কে পেস্ট করা।
  7. ঘন দুধ ১/৩ কাপ
  8. চিজ কিউব ২ টো
  9. গোল মরিচ গুঁড়ো ২ চামচ (১+১চিকেনে মাখানো ও গ্রেভির জন্য)
  10. লংকা গুঁড়ো ১ চামচ
  11. হলুদ গুঁড়ো ১/২ চামচ
  12. নুন স্বাদ মত
  13. জিরে গুঁড়ো ১/২ চামচ
  14. ধনে গুঁড়ো ১/২ চামচ
  15. কসুরি মেথি ১/২ চামচ
  16. গরম মশলাগুঁড়ো ১/২ চামচ
  17. মধু ১ চামচ
  18. কাঁচা লংকা চেরা ২-৩ টি
  19. টমেটো স্যস ২ চামচ
  20. রিফাইন্ড বা সানফ্লাওয়ার তেল ১/২ কাপ

নির্দেশাবলী

  1. হাড়বিহিন মুরগির মাংস গুলি কে সরু,এবং লম্বা করে কেটে নিতে হবে ( ছোট টুকরো করে নিলেও হবে)
  2. এবারে এতে,স্বাদ মত নুন, 1চামচআদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
  3. কড়াইয়ে তেল গরম করে মশলা মাখানো চিকেনের স্ট্রিপ গুলি কে ভাজতে হবে।
  4. চিকেন স্ট্রিপ গুলি ভাজা করার সময়েই অন্যদিকে গ্যাসে একটি স্যসপ্যানে ঘন দুধে চিজ কিউব দিয়ে জ্বাল দিয়ে হেবি ক্রিম বানিয়ে রাখতে হবে।
  5. ঈষৎ লালচে রঙের হলে চিকেনের ভাজা স্ট্রিপ গুলি নামিয়ে রাখতে হবে একটা পাত্রে।
  6. ভাজার পরে কড়াইয়ের অবশিষ্ট তেল যদি খুব বেশি মনে হয় তাহলে কমিয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি ঈষৎ লালচে রঙ ধরা অবধি ভেজে নিতে হবে
  7. এবারে এতে আদা রসুনের বাকি পেস্ট টা, টমেটো পেস্ট, জিরে গুড়ো,ধনে গুড়ো, লংকার গুড়ো,হলুদ দিয়ে কষতে হবে ২-৩ মিনিট।
  8. এবারে টমেটো স্যস আর নুন মেশাতে হবে।
  9. তৈরি করে রাখা ঘন দুধ আর চিজের হেভি ক্রিম টা মিশিয়ে দিয়ে নেড়ে নিতে হবে।
  10. হেভি ক্রিম মিশে যাবার পরে ভেজে নেওয়া চিকেন গুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  11. এবারে এতে ১/৪ কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়ে, উপরে কসুরি মেথি পাতা, গোল মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর মধু ছড়িয়ে মিশিয়ে নিতে হবে
  12. এবারে দুটো কাঁচা লংকা চেরা দিয়ে ঢাকা দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিয়েই গ্যাস অফ করে দিতে হবে। এবং পরিবেশনের জন্য সম্পূর্ণ ভাবে তৈরি ঘরোয়া পদ্ধতিতে চটজলদি চিকেন লাবাব্দার। পরিবেশনের আগে উপরে একটু গ্রেট করা কার্ল চিজ ছড়িয়ে নিলেই হবে।

রিভিউ (3)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Jayashree Mallick
Aug-14-2018
Jayashree Mallick   Aug-14-2018

Ki bhalo baniyoche

Ranjit Karmakar
Aug-14-2018
Ranjit Karmakar   Aug-14-2018

Wonderful :ok_hand::ok_hand:

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার