Photo of rawa appam by Dipanwita Mondal at BetterButter
840
3
0.0(1)
0

rawa appam

Aug-06-2018
Dipanwita Mondal
10 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • সহজ
  • প্রতিদিন
  • ঢিমে আঁচে রান্না
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. সুজি এক কাপ ।
  2. টক দই এক কাপ ।
  3. নুন পরিমান মত
  4. সষে এক চামচ ।
  5. কারি পাতা 12 টা ।
  6. ধনে পাতা কুচি আধা কাপ ।
  7. আধা কাপসিকাম কুচি ।
  8. আদা কুচি এক চা চামচ ।
  9. কাঁচা লংকা 4টি ।
  10. পিঁয়াজ এক টা কুচি করা ।
  11. গাজর গ্রেট করা আধা কাপ ।
  12. তেল আন্দাজ মত

নির্দেশাবলী

  1. এক টা বড় বাটিতে সুজি র দই দিয়ে মিশিয়ে দিন ।
  2. সাথে একটু জল র নুন দিয়ে মিশিয়ে 4মিনিট ঢেকে রাখুন ।
  3. এর পর সমস্ত উপকরন মিশিয়ে দিন । খু্ব ঘন মনে হলে একটু জোলা দিয়ে দিন .idli র বেটার এর মতো হবে খু্ব মোটা নয় আবার পাতলা ও নয় । মাঝামাঝি হতে হবে ।
  4. এই সময় নুন ও লংকা নিন ।
  5. তারকা পেন গরম করে তেল দিন । গরম হলে কালো সোর্সে আর করি পাতা দিন ।
  6. সুগন্ধ বেরোলে বেটার এ দিয়ে দিন ।
  7. এবার appe pan গরম করুন ।
  8. তাতে তেল ব্রাস করুন ।
  9. এক ছোট চামচ করে বেটার দিন । ঢাকনা দিয়ে দিন ।
  10. দু মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিন অপ্পম গুলো র তেল দিন প্রতি অপ্পম এর উপর ।
  11. ঢাকনা দিন ।
  12. দু মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিন ।
  13. গরম গরম নর্কৌল এর চাটনি বা ধনে পাতার চাটনি র সাথে পরিবেসন করুন ।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
Aug-06-2018
Moumita Malla   Aug-06-2018

দারুন হয়েছে

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার