হোম / রেসিপি / ডালিয়া খিচুরি

Photo of Dalia khichuri by Mala Basu at BetterButter
813
3
0.0(0)
0

ডালিয়া খিচুরি

Aug-07-2018
Mala Basu
8 মিনিট
প্রস্তুতি সময়
8 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ডালিয়া খিচুরি রেসিপির সম্বন্ধে

এটি স্বাস্থ্যকর।যেদিন আমার উপোষ থাকে।আমি এটি করে খাই।তারাতারি হয় আর সুস্বাদু।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • প্রতিদিন
  • ভারতীয়
  • প্রেশার কুকারে হওয়া রান্না
  • প্রধান খাবার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ১/২ কাপ ডালিয়া
  2. ১/২ সোনা মুগ ডাল
  3. সাদা তেল ৪ চামচ
  4. ফুলকপি ছোটো ফুল করে কেটে ২ কাপ
  5. কড়াইশুঁটি ১/২ কাপ
  6. তেজপাতা ১ টি
  7. সাদা জিরে আস্ত ১/২ চামচ
  8. হলু্দ গুঁড়ো ১/৪ চামচ
  9. আদা বাটা ১/২ চামচ
  10. জিরে গুঁড়ো ১ চামচ
  11. নুন স্বাদ মত
  12. টোমাটো ১ টি কুচি
  13. কাঁচা লংকা ৩/৪ টি

নির্দেশাবলী

  1. ডালিয়া ভেজে নিলাম ১ মিনিট
  2. ডাল ভেজে নিলাম ১ মিনিট
  3. সাদা তেল এ জিরে ফোরন দিলাম।
  4. ফুলকপি ১ মিনিট ভাজলাম
  5. সব মশলা আর টমেটো কুচি দিলাম।
  6. ২ মিনিট কষলাম।
  7. প্রেসারে ৩ কাপ গরম জল করে ডালিয়া কষাটা ঢেলে দিলাম।
  8. ২ টো সিটি দিলেই নামিয়ে নিলাম।২ মিনিট র কম লাগবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার