হোম / রেসিপি / গাজর স্মাইলি হার্ট

Photo of Carrot smile hearts by Uma Sarkar at BetterButter
350
2
0.0(0)
0

গাজর স্মাইলি হার্ট

Aug-07-2018
Uma Sarkar
10 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

গাজর স্মাইলি হার্ট রেসিপির সম্বন্ধে

স্মাইলি ভাজা খেতে সবাই ভালোবাসে। গাজর মিশিয়ে একটু হেলথদি করেছি ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. 1 কাপ গাজর কোরা
  2. 1 কাপ সিদ্ধ আলু
  3. 1/4 কাপ মোজারেলা চিজ
  4. 1/2 কাপ কর্ন ফ্লাওয়ার
  5. 1/2 কাপ ময়দা
  6. 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. 1 চা চামচ রসুন গুঁড়ো
  8. নুন আন্দাজ মতো
  9. তেল ভাজা র জন্য ।

নির্দেশাবলী

  1. গাজরে নুন মিশিয়ে একটু ক্ষণ রেখে চেপে রস বের করে নিতে হবে ও সব এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  2. জল ছাড়া মেখে নিতে হবে।
  3. ময়দা ছড়িয়ে 1/4 ইনচ মোটা বেলে নিতে হবে। ও কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে । চামচের সাহায্যে মুখ ও স্ট্র র সাহায্যে চোখ বানাতে হবে।
  4. তেল গরম করে হাই ফ্লেমে মুচমুচে করে ভেজে নিতে হবে ।
  5. সসের সাথে পরিবেশন করুন

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার