হোম / রেসিপি / ভেজ পিজ্জা

Photo of Veg Pizza by Arpita Majumder at BetterButter
678
3
0.0(0)
0

ভেজ পিজ্জা

Aug-08-2018
Arpita Majumder
12 মিনিট
প্রস্তুতি সময়
8 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ভেজ পিজ্জা রেসিপির সম্বন্ধে

এই খাবার টা বাচ্চারা খুব পছন্দ করে । দেখতেও খুব রঙিন আর খেতেও খুব ভালই।

রেসিপি ট্যাগ

  • বাচ্চাদের জন্মদিন
  • ইতালিয়ান
  • মাইক্রোওয়েভিং
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ময়দা ২ কাপ
  2. ক্যাপসিকাম কাট করা ১ কাপ
  3. পেঁয়াজ কাট করা ১ টা
  4. টমেটো কাট করা ১ টা
  5. ইস্ট ২ চামচ
  6. নুন স্বাদ মতন
  7. টমেটো সস ৩ চামচ
  8. চীজ ১ কাপ গ্রেড করা
  9. তেল ২ চামচ
  10. চিনি ১ চামচ
  11. অর্রেগানো ১ চামচ
  12. চিলি ফ্যাক্স ১ চামচ
  13. পিজ্জা সস ২ চামচ
  14. জল পরিমান মতন

নির্দেশাবলী

  1. প্রথমে একটা বাটি নিয়ে তারমধ্যে ইস্ট দিয়ে একটু গরম জল দিতে হবে । ইস্ট একটু ভিজে গেল তার মধ্যে তেল ,নুন, চিনি দিয়ে গুলতে হবে । আর ময়দা দিয়ে ভালো করে মাখতে হবে ।
  2. ময়দা টা মাখা হয়ে গেলে রোটির মতন বেলতে হবে । আর সেটা কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়ে ওভেন ৫ মিনিট বেক করতে হবে ।
  3. তাহলেই পিজ্জা বেস তৈরি হয়ে যাবে ।
  4. এবার সব সুব্জি একটু ছোট ছোট করে কাট করতে হবে ।
  5. আর পিজ্জার উপরে টমেটো সস আর পিজ্জা সস মাখতে হবে । তারপর তার উপরে সব সব্জি সাজিয়ে দিতে হবে ।
  6. আর চীজ গ্রেড করে দিতে হবে ।আর অর্রেগানো আর চিলি ফ্লেক্স ছরিয়ে দিতে হবে ।
  7. আর ওভেন ২০০ ডিগ্রি তে ৫/৬ মিনিট বেক করতে হবে । তাহলেই পিজ্জা তৈরি হয়ে যাবে ।
  8. তারপর নামিয়ে কাট করে পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার