হোম / রেসিপি / ব্রেড পিজা

Photo of Bread Pizzaa by Chandana Banerjee at BetterButter
292
9
0.0(0)
0

ব্রেড পিজা

Aug-08-2018
Chandana Banerjee
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ব্রেড পিজা রেসিপির সম্বন্ধে

যেকোনো সময় জলখাবারের জন্য করে নেওয়া যেতে পারে খুব সুস্বাদু এই রান্নাটা

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • টিফিন রেসিপি
  • প্যান ফ্রাই
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ব্রেড - 4 পিস
  2. বাটার - 1 টেবিল চামচ
  3. পিজা সস - 1 টেবিল চামচ
  4. ক্যাপসিকাম - 1/2
  5. লাল বেলপেপার - 1/2
  6. হলুদ বেলপেপার - 1/2
  7. ব্লাক অলিভ - 1 টেবিল চামচ
  8. চিলি ফেলেক্স - 1 চা চামচ
  9. পিজা সিশণিংগ - 1 চা চামচ
  10. মজরেলা চীজ্ - 2 টেবিল চামচ ( কোরান)
  11. পেঁয়াজ - 1 টা সরু করে কাটা
  12. জেলাপেন - 1 টেবিল চামচ ( কাটা )

নির্দেশাবলী

  1. ব্রেড এর ধার গুলো কেটে নিতে হবে । ক্যাপসিকাম আর বেলপেপার কে ও সরু পাতলা করে কেটে নিতে হবে ।
  2. একটা ননস্টিক প্যান গরম করে তাতে বাটার দিয়ে তার উপর পিজা সস লাগানো ব্রেড গুলো রাখতে হবে ।
  3. ব্রেড এর উপর কাটা সবজি ছড়িয়ে দিতে হবে ।
  4. সবজি গুলো কে কুড়ানো চিজ দিয়ে ভাল করে ঢেকে দিয়ে তার উপরে আর চিলি ফ্লেক্স আর পিজা সিজ্নিংগ ছড়িয়ে দিতে হবে ।
  5. ঢাকা দিতে হবে প্রথম পাঁচ মিনিট হই ফলেম এ রাখতে হবে তারপর 5 মিনিট লো তে রান্না করতে হবে ।
  6. চিজ গলে গেলে ই রেডি ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার