হোম / রেসিপি / ওটস্ নাটি কুকিস্

Photo of Oats nuty Cookies by Sanjhbati sen at BetterButter
826
5
0.0(0)
0

ওটস্ নাটি কুকিস্

Aug-14-2018
Sanjhbati sen
4 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ওটস্ নাটি কুকিস্ রেসিপির সম্বন্ধে

সকালে বাচ্ছাদের দুধের সাথে হোক কিংবা বডো়দের চায়ের সাথে অথবা অবসর সময়ে ছোট-খাটো খিদে মেটাতে বিস্কুটের কোনো তুলনা হয় না। প্রত্যেকের ঘরে ঘরে নানা ধরনের বিস্কুট আছেই আছে, সেই নানা ধরনের বিস্কুটের মধ্যে থেকে আজ একটা স্বাস্থ্যকর হেলদি বিস্কুট বানিয়েছি।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • সহজ
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • মাইক্রোওয়েভিং
  • এপেটাইজার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. ওটস্ 2 টেবিল চামচ
  2. ময়দা হাফ কাপ
  3. ভাঙ্গা ভাজা চিনে বাদাম 2 টেবিল চামচ
  4. গলানো মাখন 25 গ্রাম
  5. দুধ 4 টেবিল চামচ
  6. বেকিং পাউডার 1 চিমটে

নির্দেশাবলী

  1. একটা বাটিতে সমস্ত রকম উপকরণ একসাথে নিয়ে তাতে দুধ মিশিয়ে একটা শক্তো ডো বানিয়ে নিতে হবে।
  2. সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে হাত দিয়ে চেপে বিস্কুটের সেপে গড়ে নিতে হবে।
  3. এবার একটা মাইক্রোপ্রুফ ট্রেতে বাটার পেপার লাগিয়ে তার ওপরে বিস্কুট গুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে।
  4. তারপর মাইক্রোওভেনে ঢুকিয়ে 150 ডিগ্রি সেলসিয়াসে 6 থেকে 7 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে বিস্কুট।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার