হোম / রেসিপি / Chicken cheese Ball

Photo of Chicken cheese Ball by Tanhisikha Mukherjee at BetterButter
1108
15
0.0(2)
0

Chicken cheese Ball

Aug-14-2018
Tanhisikha Mukherjee
12 মিনিট
প্রস্তুতি সময়
6 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • টিফিন রেসিপি
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • কম কার্বোহাইড্রেট

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. আর ছাড়া মুরগির মাংস 200 গ্রাম
  2. পেঁয়াজ দুটো
  3. রসুন কোয়া 10 থেকে 12 টা
  4. আদা 1 ইঞ্চি
  5. ধনেপাতা হাফ কাপ
  6. কাঁচা লঙ্কা দশটা
  7. নুন স্বাদ অনুযায়ী
  8. জিরের গুঁড়ো এক চামচ
  9. ধনে গুঁড়ো 1 চামচ
  10. গোল মরিচ গুঁড়ো হাফ চামচ
  11. চিলি ফ্লেক্স ১ চামচ
  12. কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ
  13. পামেশন চিজ 1/3 কাপ
  14. ডিম দুটো
  15. বিস্কুটের গুঁড়ো 1 কাপ
  16. ভাজার জন্য তেল 1 ,1/2 কাপ

নির্দেশাবলী

  1. হাড় ছাড়া মুরগির মাংস ভালো করে ধুয়ে নিতে হবে
  2. সমস্ত মশলা একত্র করে নিতে হবে
  3. মিক্সচার মধ্যে সমস্ত মশলা ও মাংস একসঙ্গে নিয়ে নিতে হবে ও ভালো করে পেস্ট করে নিতে হবে।
  4. পেস্ট তৈরি হয়ে গেছে
  5. চিকেন কিমা পেস্ট এর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।
  6. বলের মধ্যে চীজ দিয়ে দিতে হবে ও আবার গোল করে নিতে হবে
  7. একটি বাটিতে ডিম গুলে নিতে হবে ও চিকেন বল গুলো ডিমের গোলা র মধ্যে ডুবিয়ে বিস্কুট এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে।
  8. এইভাবে প্রত্যেকটা চিজ বল করে নিতে হবে
  9. কড়াই তে তেল গরম করে একটা একটা চিকেন চিজ বল দিয়ে দিতে হবে।
  10. ভাল করে ভেজে তুলে নিতে হবে।
  11. গরম গরম পরিবেশন করতে হবে

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Wrishabh Ghosh
Dec-16-2018
Wrishabh Ghosh   Dec-16-2018

Darun

Debashrita Chakraborty
Aug-20-2018
Debashrita Chakraborty   Aug-20-2018

khub sundor

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার