এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে ওর মধ্যে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে সাদা তেল গরম হলে ওর মধ্যে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি,বিন্স কুচি ,স্প্রিং অনিয়ন কুচি দিয়ে খুব ভাল করে নাড়তে হবে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে ভাত টা দিয়ে দিতে হবে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন