হোম / রেসিপি / আমিষ লাউ শুক্তো
শুক্তো মানেই আমরা বেশিরভাগই জানি তেতো এবং বিভিন্ন সবজি মিশিয়ে বানানো। কিন্তু আমার মা এই শুক্তোটি ইলিশ মাছ, বোয়াল মাছ বা আঢ় মাছের মাথা ব্যবহার করে এটি লাউ দিয়ে বানায়।এর স্বাদ আমার কাছে এখনো ভীষণ প্রিয়। তাই মায়ের কাছে গেলেই এই পদটি খাবার আবদার যেমন রাখি তেমনি বাড়িতে নিজেও মাঝে মধ্যে বানিয়ে খেলেও মায়ের সেই রান্নার স্বাদই আলাদা কিন্তু মা যা যা উপকরণ ব্যবহার করে রান্নাটি করে সেই পদ্ধতিতেই আমিও করেছি। তাই এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে পাওয়া একটি পছন্দের রান্নাও যেমন তেমনই আমার গর্বের রান্না।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন