হোম / রেসিপি / চনদরাজিজ মটন

Photo of Chandrajiz Mutton by Chandana Banerjee at BetterButter
274
6
0.0(0)
0

চনদরাজিজ মটন

Aug-25-2018
Chandana Banerjee
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চনদরাজিজ মটন রেসিপির সম্বন্ধে

এই রান্নাটা করতে খুব বেশি ঝামেলা নেই ।বেশ অন্য স্বাদের একটি পদ। যেটা দিয়ে রুটি পরোটা খুব ভালো লাগবে

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • উৎসব
  • ঢিমে আঁচে রান্না
  • প্রেশার কুকারে হওয়া রান্না
  • ভাজা
  • প্রধান খাবার
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. মাটন - 250 গ্রাম
  2. পেঁয়াজ - দুটো বড়
  3. গোটা জিরা - 1 চা চামচ
  4. গোটা ধনে - 1 চা চামচ
  5. গোটা গোল মরিচ - 1 চা চামচ
  6. ছোটএলাচ - 3 টে
  7. ফুল চাকরি - একটা
  8. লবঙ্গ - 3 টে
  9. দারচিনি - 1 ইঞি
  10. লঙ্কার গুঁড়ো - 1 টেবিল চামচ
  11. আদা , রসুন ও কাঁচা লঙ্কা বাটা - 2 টেবিল চামচ
  12. নুন স্বাদ মত
  13. তেজপাতা - 2 টো
  14. রান্নার জন্য সরষের তেল
  15. টক দই - 50 গ্রাম
  16. মাখানা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা - 4 টেবিল চামচ
  17. ধনেপাতা কুচি অল্প

নির্দেশাবলী

  1. মাটন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ।
  2. পেঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে ।
  3. 2 টেবিল চামচ তেল গরম করে মাটন লাল করে ভেজে তুলে রাখতে হবে ।
  4. এবার আরও একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ স্লাইস গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে ।
  5. পেঁয়াজ একটু ভাজা হলে সমস্ত গোটা মসলা ও শুকনো লঙ্কা এড করতে হবে ।
  6. কিছুক্ষণ কষানো হলে ওতে বাটা মশলা দিয়ে আরো ভাল করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে ।
  7. এবার ভেজে রাখা মাটন টা মসলার সাথে মিশাতে হবে ।
  8. পরিমাণ মত নুন দিতে হবে ।
  9. সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ।
  10. টক দই কে জলের সাথে মিশিয়ে মাংসে দিতে হবে ।
  11. ঢাকা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাওয়া ওবদি রান্না করতে হবে ।
  12. মাংস সেদ্ধ হয়ে গেলে মাখানোর গুঁড়ো ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে ।
  13. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে ঢিমে আঁচে আরও 5 মিনিট রান্না করতে হবে ।
  14. ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।
  15. কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার