হোম / রেসিপি / চিজী ব্রেড-চিকেন

Photo of Cheesy bread-chiken by দেবনীতা দাস at BetterButter
344
2
0.0(0)
0

চিজী ব্রেড-চিকেন

Aug-26-2018
দেবনীতা দাস
30 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিজী ব্রেড-চিকেন রেসিপির সম্বন্ধে

এটি পাঁউরুটি দিয়ে চীস-চিকেন প্রাতঃরাশ অথবা টিফিন হিসেবে খাওয়া যেতে পারে ...বাচ্চাদের জন্য পুস্টিকরও সুস্বাদু

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ইতালিয়ান
  • মাইক্রোওয়েভিং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. ব্রেড 4 টি
  2. ক্যাপসিকাম 1টি
  3. লবন এক চিমটি
  4. টমেটো সস্ 2টেবিল চামচ
  5. মাখন 1টেবিল চামচ
  6. হাড় ছাড়া চিকেন 3 টেবিল চামচ
  7. পেঁয়াজ 1টি কুচি করে কাটা
  8. মোজারেলা চিজ গ্রেট করা 50gm
  9. কাঁচা লঙ্কা 3/4 টি
  10. মেয়োনিজ 2টেবিল চামচ
  11. 4

নির্দেশাবলী

  1. 1 প্রথমে ব্রেড র চার পাশ কেটে নিতে হবে ।
  2. তারপর একটি বেকিং ডিশ এ বাটার লাগিয়ে তাতে ব্রেড গুলি সাজিয়ে দিতে হবে ।
  3. এবার ব্রেড র উপর টমেটো সস্ স্প্রেড করে তার উপর চিকেন র টুকরো করে ছড়িয়ে দিতে হবে ।
  4. এবার এই লেয়ার টার উপর মেয়োনিজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে এক চিমটি লবন ছড়িয়ে দিতে হবে ।
  5. এবার চীজ গ্রেট করে পুরো লেয়ার টার উপর ছড়িয়ে দিয়ে মাইক্রো -ওভেনে মাইক্রো মোডে গিয়ে 7মিনিট বেকিং করলেই রেডি চিজি ব্রেড-চিকেন ।
  6. সবশেষে পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার