রাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি। | Radhaballavi sathe khosa soho alur torkari Recipe in Bengali
রাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি।by Sanchari Karmakar
- প্র সময়
20
মিনিট - রান্নার সময়
30
মিনিট - পরিবেশন করা
3
জনতা
1
1
8
About Radhaballavi sathe khosa soho alur torkari Recipe in Bengali
রাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি। recipeরাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি। recipe
রাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি। প্রয়োজনীয় উপকরণ ( Ingredients to make Radhaballavi sathe khosa soho alur torkari Recipe in Bengali )
- রাধাবল্লভির পুরের উপকরণ ঃ
- বিউলির ডাল ১/২ কাপ (আগে থেকে জলে ভেজানো ২ ঘন্টার মত)
- মৌরি গুড়ো ১ চামচ
- কাঁচা লংকা ২ টি
- নুন স্বাদ মত
- চিনি ১চামচ
- সাদা তেল ১ চামচ
- রাধাবল্লভি বাইরের খোল এর উপকরন
- ময়দা ১ ১/২ কাপ
- নুন স্বাদ মত
- ঘি ১ চামচ
- সাদা তেল ১ চামচ
- রাধাবল্লভি ভাজার জন্য লাগবে ঃ
- সাদা তেল পরিমান মত (ডুবো তেলে ভাজতে হবে)
- খোসা সহ আলুর তরকারি র উপকরণ ঃ
- আলু বড় সাইজের ৫ টা ( খোসা সহ চার টুকরো করে কাটা)
- আদা বাটা ১ চামচ
- কাঁচা লংকা বাটা বা থেতো করা ২ চামচ
- টমেটো ১টা কুচানো
- নুন স্বাদ মত
- চিনি ১ চামচ
- সর্ষের তেল ৪ চামচ
- ভাজা মশলা ১ চামচ (জিরে ধনে,মৌরি,শুকনো লংকা টেলে নিয়ে গুড়ো করা)
- পাঁচফোড়ন ১ চামচ
- শুকনো লংকা ২ টি
রাধা বল্লভি সাথে খোসা সহ আলুর তরকারি। | How to make Radhaballavi sathe khosa soho alur torkari Recipe in Bengali
আমার টিপস্
সাদা ভাব বজায় রেখেই রাধাবল্লভি ভাজা হয়।অন্য তরকারী বানিয়েও খাওয়া যাবে।
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections