হোম / রেসিপি / সয়াবিন দো পেয়াজা
আমার বর মশাই সয়াবিন খেতে খুব ভালো বসেন।বিয়ের আগে সেরকম রান্না আমি জানতাম না।তাই সয়াবিন এর গতানুগতিক পদ রান্না করে তাকে দিতাম।হঠাৎ করে মাথায় এলো আমরা তো চিকেন বা মাটন এর দো পেয়াজা খাই তাহলে সোয়াবিন এর হবে না কেনো?যেমন ভাবা তেমন কাজ আমার মতো করে সোয়াবিন দো পেয়াজা যেটি এখন আমার কর্তার পছন্দের ডিশ এর মধ্যে একটি।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন