হোম / রেসিপি / চকো লাভা মাফিন্স
শাশুড়ির মা এর থেকে হাতে খড়ি হওয়ার পর মাইক্রো ওভেন কিনে ই বানিয়ে ফেললাম। প্রথম বারেই সফলতা অর্জন করে ভীষণ আনন্দ হয়েছিল। ছেলেকে প্রায়ই বানিয়ে দি তার বন্ধু দের থেকে আবদার হয় লাভা মাফিন্স বানিয়ে পাঠানোর। খুব ভালো লাগে বাচ্চাদের আনন্দ দেখে। আমার ও অল্প অল্প গর্ব হয় যে আমিও পারি অন্য রকম কিছু করতে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন