Open in app

এগ ডেভিলড

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  15 min
রান্নার সময়  10 min
পরিবেশন করা  4 people
Soumi Biswas1st Sep 2018

egg deviled সম্বন্ধে

Ingredients to make egg deviled in bengali

 • ডিম 4 টে
 • মেয়োনিজ 4 টেবল্ চামচ
 • ক্যাপসিকাম কুচি 2 টেবল্ চামচ
 • নুন স্বাদমতো
 • অরিগ্যানো 1/2 চা চামচ
 • পার্সলে গুঁড়ো 1/2 চা চামচ
 • স্প্রিং অনিয়ন কুচি 2 চা চামচ
 • গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ
 • কাশ্মীরি লঙ্কাগুঁড়া সামান্য
 • টমেটো স্যস্

How to make egg deviled in bengali

 1. প্রথমে সেদ্ধ ডিম গুলো লম্বালম্বিভাবে দুভাগ করে কাটতে হবে।
 2. এরপর অর্দ্ধেক করা ডিমের ভেতর থেকে কুসুম বের করে আলাদা একটা পাত্রে রাখতে হবে।
 3. কুসুমগুলো হাল্কা হাতে গুঁড়ো করে ওর মধ্যে একে একে নুন,গোলমরিচ গুঁড়ো,মেয়োনিজ,ক্যাপসিকাম কুচি,অরিগ্যানো,পার্সলে গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
 4. এরপর পাইপিং ব্যাগে মিক্সিং টা ভরে ডিমের সাদা অংশের মধ্যে ভরে ওপর থেকে কাশ্মীরি মির্চ গুঁড়ো আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে গার্নিশিং করে টমেটো স্যস্ সহযোগে সার্ভ করতে হবে।

Reviews for egg deviled in bengali (0)

No reviews yet.

Recipes similar to egg deviled in bengali

 • এগ 65

  5 likes
 • এগ 65

  3 likes
 • এগ 65

  3 likes
 • এগ রোল

  11 likes
 • এগ রোল

  6 likes
 • এগ চাট

  9 likes