হোম / রেসিপি / চকলেট চীজ ক্রিম কেক

Photo of Chocolate cheesse cream cake by Ambitious Gopa Dutta at BetterButter
787
20
0.0(0)
0

চকলেট চীজ ক্রিম কেক

Sep-05-2018
Ambitious Gopa Dutta
0 মিনিট
প্রস্তুতি সময়
150 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চকলেট চীজ ক্রিম কেক রেসিপির সম্বন্ধে

টেস্টি।খুব শর্টকার্ট পদ্ধতিতে করা।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • উৎসব
  • পশ্চিমবঙ্গ
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. ২টি ডিম
  2. দেড় কাপ ময়দা
  3. ১/২ চামচ বেকিং পাউডার
  4. ২চামচ ভেনিলা এসেন্স
  5. ২কাপ গুড়ো চিনি
  6. ১০০গ্রাম মাখন
  7. ১কাপ সাদা তেল
  8. ১০০ গ্রাম ক্রিম চীজ
  9. ৪চামচ কোকোয়া পাউডার
  10. ৪টে ডেয়ারি মিল্ক চকলেট

নির্দেশাবলী

  1. ইলেকট্রিক বিটারে ২ মিনিট ডিম ফেটিয়ে নিন লো স্পিডে।
  2. এবার ১কাপ চিনি গুড়ো,সাদাতেল, ভ‍্যানিলা এসেন্স,ময়দা,বেকিং পাউডার দিয়ে ১০মিনিট বিট করুন লো স্পিডে
  3. কেক কন্টেইনারে অয়েল ব্রাশ করে মিশ্রন ঢেলে দিন।ট‍্যাপ করে নিন
  4. ১৬০℃ এ ১০ মিনিট প্রি হিট করুন মাইক্রোওয়েভ
  5. ১৬০℃ এ ৩৫মিনিট বেক করুন।কেক রেডি
  6. একটি পাত্রে জল গরম বসিয়ে তার ওপর বাটিতে চকলেট রেখে মেল্ট করুন।
  7. মাখন বিট করুন ২মিনিট, এরপর ক্রিম চীজ ,চিনি গুড়ো,কোকোয়া পাউডার দিয়ে ১৫মিনিট বিট করুন লো টু মিডিয়াম স্পিডে।ক্রিম রেডি।
  8. কেক মাঝখান থেকে দুটো ভাগ করে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে অপর পার্টটি বসিয়ে সম্পূর্ণ ক্রিম দিয়ে কভার করে দিন।
  9. ১ঘন্টা ফ্রিজে রাখুন সেট হওয়ার জন‍্য।
  10. এবার নিজের ইচ্ছেমতো ডিজাইন করুন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার