হোম / রেসিপি / চীসি ডিম্ ভুরজি ডিস্ক

Photo of cheesy scrambled egg disc by Nilanjana Bhaumik at BetterButter
261
3
0.0(0)
0

চীসি ডিম্ ভুরজি ডিস্ক

Sep-05-2018
Nilanjana Bhaumik
10 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চীসি ডিম্ ভুরজি ডিস্ক রেসিপির সম্বন্ধে

এটি একটি চটজলদি স্নাক্স রেসিপি. টিফিন বাক্স এ দেবার জন্ন্যে খুব উপযোগী .

রেসিপি ট্যাগ

  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ব্রেড স্লাইস - 8 piece
  2. ডিম্ 2 টি
  3. মাঝারি পেঁয়াজ কুঁচি একটি
  4. 1 টেবিল চামচ আদা কুঁচি
  5. 1 টেবিল চামচ রসুন কুঁচি
  6. 1 টি টমেটো কুঁচি
  7. 1-2 টি কাঁচালঙ্কা কুঁচি
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. নুন স্বাদ মতো
  10. 1 টেবিল চামচ চিল্লি ফ্ল্যাক্স
  11. 5-6 টেবিল চামচ বাটার
  12. 5-6 টেবিল চামচ গ্রেটেড চীজ

নির্দেশাবলী

  1. 4 তে ব্রেড স্লাইস গোল করে কেটে নিতে হবে আর বাকি 4 তে রিং এর মতো কেটে নিতে হবে . সব ব্রেড স্লাইস যেন একই মাপ এ থাকে .
  2. কড়াইতে অল্প বাটার দিয়ে একে একে রসুন, আদা,পেঁয়াজ , কাঁচালঙ্কা কুঁচি দিয়ে অল্প ভেজে নিতে হবে .
  3. এরপর হলুদ আর চিলি ফ্ল্যাক্স র সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে .
  4. ডিমগুলো অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুরজি বানিয়ে নিতে হবে .
  5. গোল ব্রেড এর পিস এ বাটার লাগিয়ে তার ওপর 1 -2 টেবিল চামচ ডিমের ভুরজি র মিক্সচার দিয়ে তার ওপর রিং ব্রেড পিস্ বসিয়ে দিতে হবে.
  6. রিং ব্রেড এর ওপরে বাটার লাগিয়ে ওপরে গ্রেটেড চেজে ছড়িয়ে দিতে হবে .
  7. ওভেন 180 ডিগ্রী সেন্টিগ্রেডে প্রি হিট করে 2-3 মিনিট বেক করলেই রেডি চীসি ডিম্ ভুরজি ডিস্ক

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার