হোম / রেসিপি / অমিরাইস

Photo of omirice by Nilanjana Bhaumik at BetterButter
439
3
0.0(0)
0

অমিরাইস

Sep-09-2018
Nilanjana Bhaumik
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

অমিরাইস রেসিপির সম্বন্ধে

এটি একটি জাপানি অমলেট রেসিপি

রেসিপি ট্যাগ

  • প্রধান খাবার

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. রান্না করা ভাত 1 কাপ
  2. সবজি কুঁচি ( যেমন গাজর, বিন্স, মটরশুটি , ক্যাপসিকাম ) 1 কাপ
  3. 1 টি মাঝারি পেঁয়াজ কুঁচি
  4. আদা- রসুন কুঁচি 2 টেবিল চামচ
  5. টমেটো সস 1/2 কাপ
  6. চিল্লি সস 1-2 টেবিল চামচ
  7. নুন, গোলমরিচের গুঁড়ো স্বাদমতো
  8. ডিম্ 4 টি
  9. বাটার 5-6 টেবিল চামচ

নির্দেশাবলী

  1. প্যান এ মাখন দিয়ে তাতে একে একে আদা- রসুন. কুঁচি , পেঁয়াজ কুঁচি , ভাজা ভাজা করতে হবে .
  2. সবজি কুঁচি দিয়ে সবজি রান্না হওয়া অবধি ভাজা ভাজা করতে হবে .
  3. একে একে নুন, গোলমরিচের গুঁড়ো, চিল্লি সস আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে .
  4. রান্না করা ভাত দিয়ে সব কিছু ভালো কোনো মিশিয়ে নিতে হবে.
  5. ডিম্ নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে ওমলেট বানানোর মতো ছড়িয়ে দিতে হবে .
  6. ডিম্ নরম থাকতে থাকতে মাঝখানে বেশ কিছুটা ভাতে এর মিক্স দিয়ে দুটো সাইড দিয়ে মুড়ে দিতে হবে
  7. উল্টো করে থালায় নামিয়ে , হাত দিয়ে চেপে শেপ দিতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার