হোম / রেসিপি / এগ্ 65
কোনো জিনিসেই যে বেশি পাকামো ভালো নয়, সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি আজ এই রান্না টা করতে গিয়ে। চিকেন 65 যদি হয়, তাহলে এগ্ 65 হবে না কেন?? এই চিন্তা ভাবনা টাই ছিল আমার পাকামো। না জেনে শুনে কোমর বেঁধে লেগে তো পড়েছি, কিন্তু কি সর্বনেশে রান্না রে বাবা!! কালী পূজার ফটকা ফাটার মতো কি ফাটলো। এমন বিপজ্জনক আর ভয়ঙ্কর রান্না আজ পর্যন্ত কোনো দিন করি নি আমি। নাক-কান মলা খেয়েছি, এই জিন্দগি তে আর করবও না। তবে পাত শেষে খাওয়ার টেবিলে সবাই বলল, নেক্সট্ উইক এন্ডে এটাই করো আর বেশি করে বানিও :flushed::flushed::weary::weary::mask::mask:।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন