হোম / রেসিপি / Shahi Cream Brulee Tart

Photo of Shahi Cream Brulee Tart by Pritha Chakraborty at BetterButter
857
23
0.0(2)
0

Shahi Cream Brulee Tart

Sep-10-2018
Pritha Chakraborty
50 মিনিট
প্রস্তুতি সময়
120 মিনিট
রান্নার সময়
8 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • ফিউশন
  • গ্রিলিং
  • বেকিং
  • ফোটানো
  • ঠাণ্ডা।করা
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 8

  1. ২৫০গ্রাম আলমন্ড বাদাম গুঁড়ো
  2. ১৮০-২৫০গ্রাম ময়দা
  3. ৫টি ডিম
  4. ১২০মিলি দুধ
  5. ২০০মিলি ফ্রেশ ক্রিম
  6. গুঁড়ো চিনি স্বাদ মতো
  7. মাখন ৬-৭কিউব
  8. কেশর অল্প
  9. অল্প ব্রাউন সুগার গুঁড়ো
  10. এলাচ, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী গুঁড়ো
  11. কয়েক ফোঁটা গোলাপ জল
  12. মটর- 1/4 কাপ মতো

নির্দেশাবলী

  1. গোটা আলমন্ড বাদাম মাইক্রো ওভেন এ ২-৩মিন রোস্ট করে নিলাম।
  2. এবার এই বাদাম টা ভালো করে গুঁড়ো করে নিলাম।
  3. এবার বাদাম গুঁড়ো, ১৫০-১৬০গ্রাম মতো ময়দা, ফ্রীজের ঠান্ডা মাখন, একটু দুধ, ১টি ডিম, অল্প চিনির গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে নিলাম
  4. এবার এই মন্ড টা প্লাস্টিক ফয়েল দিয়ে মুড়ে ৩০মিন ফ্রীজে রাখলাম
  5. এরপর বের করে আবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম, দরকার হলে অল্প ময়দা দিয়ে ভালো করে মাখতে হবে
  6. এবার একটা টার্ট বানানোর পাত্রে ঢেলে নিয়ে ভালো করে সমান করে সাজিয়ে দিলাম। ছোট বাটি ব্যাবহার করা যেতে পারে সমান ভাবে বসানোর জন্য
  7. আমার কাছে একটু নরমাল টার্ট সেল এর মন্ড ছিল তাই আমি তা দিয়ে এইভাবে সাজিয়েছি(ঐচ্ছিক)
  8. এবার একটা কাটা চামচ দিয়ে টার্ট সেল টা একটু ফুটো করে নিয়ে মাঝখানে একটা বেকিং পেপার রেখে তাতে কিছু মটর রাখলাম।
  9. এবার ১৮০'সি তে ৫মিন প্রি হিট করা ওভেন এ ৮মিন বেক করে তারপর মটর গুলো সরিয়ে দিয়ে আরো ৮মিন বেক করে বের করলাম
  10. অন্য দিকে চিনির গুঁড়ো আর ৪টে ডিমের কুসুম ভালো করে ফেটে নিলাম,
  11. ছোট-বড় এলাচ, দারচিনি, জয়িত্রী নিয়ে ভালো করে গুঁড়ো করে ডিমের সাথে মিশিয়ে দিলাম
  12. প্যানে ১00মিলি দুধ গরম বসিয়ে তাতে কেশর দিলাম আর ফ্রেশ ক্রিম টা মিশিয়ে গরম করলাম।
  13. এবার এই দুধের মিশ্রণ আস্তে আস্তে কুমুসের মিশ্রণ এর সাথে মেশালাম আর এক নাগাড়ে নাড়তে থাকলাম যাতে ডেলা না হয়ে যায়।
  14. এবার এই মিশ্রন আবার প্যানে ঢেলে তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে কাস্টার্ড মতো বানালাম
  15. এবার টার্ট সেল এর মধ্যে ঢেলে দিয়ে ১৭0'সি তে প্রি হিট করা ওভেন ১২-১৩মিন বেক করলাম
  16. এবার বের করে নিয়ে উপর থেকে একটু কেশর আর ব্রাউন সুগার গুঁড়ো ছড়িয়ে দিয়ে কম্বো মোডে (গ্রিল+বেক) ৭-৮মিন হতে রাখলাম।
  17. আমার কাছে টর্চ লাইটার না থাকার জন্য আমি এভাবে করেছি
  18. ভালো করে সেট হয়ে গেলে ওভেন বন্ধ করে ওর ভিতরেই কিছুক্ষন রেখে দিলাম।
  19. তারপর বের করে ঠান্ডা হতে দিলাম, ঘরের স্বাভাবিক তাপমাত্রা এ চলে এলে ফ্রিজে রাখলাম

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Debjani Dutta
Sep-11-2018
Debjani Dutta   Sep-11-2018

Superb

Mithai Choudhury Roy
Sep-10-2018
Mithai Choudhury Roy   Sep-10-2018

fatafati :ok_hand::ok_hand:

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার