হোম / রেসিপি / কিমা পটলের যুগল বন্দী

Photo of Kima potoler jugol Bondi by Labanya Mukherjee at BetterButter
236
3
0.0(0)
0

কিমা পটলের যুগল বন্দী

Sep-16-2018
Labanya Mukherjee
25 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

কিমা পটলের যুগল বন্দী রেসিপির সম্বন্ধে

পটল অনেক ভাবেই আমি তৈরি করি।পটলের দোলমা, নারকেল পটল,বিভিন্ন ভাবে ব্যাবহার করতে হয়।।আজ একটু অন্য ভাবে তৈরি করলাম ।।আমার বাড়ির সদস্য রা খুব খুশি।।করে দেখো তোমাদের ও খুব ভালো লাগবে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • টিফিন রেসিপি
  • পশ্চিমবঙ্গ
  • মিশ্রণ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চিকেন কিমা 250 gm লেবুর রস ও গোলমরিচ এর গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা 15 মিনিটের জন্য
  2. পটল 400 gm
  3. পিঁয়াজ 2 টি মাঝারি আকারের কুচি করা
  4. আদা বাটা 2 চামচ
  5. রসুন বাটা 2চামচ
  6. টমেটো পিউড়ি 4 চামচ
  7. কাঁচা লঙ্কা 4টি
  8. নুন স্বাদ মতো
  9. সাদা তেল
  10. হলুদ 2চামচ
  11. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ
  12. সামান্য চিনি
  13. ধোনে গুঁড়ো
  14. জীরে গুঁড়ো
  15. গোটা গরম মশলা
  16. পাতি লেবু র রস 2 চামচ

নির্দেশাবলী

  1. ,.প্রথমে একটি করাতে সাদা তেল গরম করে শুধু পটল এর টুকরো গুলো ভেজে তুলে রাখতে হবে।
  2. এইবার আবার তেল গরম করে গোটা গরম মসলা ফরঙ দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।অল্প ভাজা ভাজা হলে তাতে আদা, রসুনের পেস্ট দিয়ে কষতে হবে । এইবার তাতে ধোনে গুঁড়ো, জীরে গুঁড়ো, দিয়ে কষতে হবে ।এইবার টমেটো পিউড়ি দিয়ে নাড়তে হবে।তার পর লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।এইবার হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ,চেরা কাঁচা লঙ্কা ,নুন, সামান্য চিনি দিয়ে আবার নাড়তে হবে।এইবার একটা ডাকা দিয়ে অল্প আঁচে 5 মিনিটের জন্য রেখে দিয়ে তার পর ভাজা পটলের টুকরো দিয়ে ও সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ডাকা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। এর পর ডাকনা খুলে সামান্য পাতি লেবুর রস মিশিয়ে দিলে,তৈরি হয়ে যাবে টক টক, ঝাল ঝাল "কিমা পটলের যুগল বন্দী"..

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার