হোম / রেসিপি / মাইক্রোওয়েভ টমেটো চাটনি

Photo of Microwave Tomato Chutney by UMA PANDIT at BetterButter
678
3
0.0(0)
0

মাইক্রোওয়েভ টমেটো চাটনি

Sep-23-2018
UMA PANDIT
5 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মাইক্রোওয়েভ টমেটো চাটনি রেসিপির সম্বন্ধে

মাইক্রোওভেনে মাত্র ৫ মিনিটে খুবই সুস্বাদু আর অসাধারন টমেটোর চাটনি তৈরি করা যায় । আর এটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • অন্য
  • পশ্চিমবঙ্গ
  • মাইক্রোওয়েভিং
  • আনুষঙ্গিক
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. টমেটো - ৪ /৫ টা
  2. চিনি - ২ টেবিল চামচ
  3. নুন - এক চিমটি
  4. হলুদগুড়ো - ১/২ চামচ
  5. আদাকুচি - ১/২ চামচ
  6. পাচফোড়ণ - ১/২ চামচ
  7. শুকনোলঙ্কা - ১ টা
  8. লেবুর রস - ১ চামচ
  9. অলিভ অয়েল - ১ চামচ

নির্দেশাবলী

  1. টমেটোগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ।
  2. একটি মিক্সিতে টমেটোকুচি , আদাকুচি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করতে হবে ।
  3. একটি মাইক্রো প্রুফ বোলের মধ্যে এই টমেটো পেস্ট ও বাকী সব উপকরণ দিয়ে ভালো করে মেশাতে হবে ।
  4. ৫ মিনিট মতো হাই পাওয়ার য়ে ফুল মাইক্রো করতে হবে ।
  5. লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার