হোম / রেসিপি / ঘরে বানানো আটা বুর্বন বিস্কুট

Photo of Home Made Whole Wheat Bourbon Biscuit by Aparajita Dutta at BetterButter
728
4
0.0(0)
0

ঘরে বানানো আটা বুর্বন বিস্কুট

Oct-07-2018
Aparajita Dutta
15 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ঘরে বানানো আটা বুর্বন বিস্কুট রেসিপির সম্বন্ধে

বুর্বন বিস্কুট সব বাচ্চাদের একটা খুবই পছন্দের বিস্কুট। কিন্তু আমরা যে বিস্কুট কিনি সেটা ময়দা দিয়ে বানানো হয় আর অনেকদিন ঠিক রাখার জন্য প্রিসারভেটিভ দাওয়া থাকে। তাই আমি আজ বাড়িতে বানিয়েছি এই বিস্কুট। আমি ময়দা র বদলে আটা ব্যবহার করেছি আর অবশ্যই এতে কোনো প্রিসারভেটিভ নেই। চলুন বানিয়ে ফেলি এই বিস্কুট।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • টিফিন রেসিপি
  • ব্রিটিশ
  • ফেটানো
  • মিশ্রণ
  • বেকিং
  • ঠান্ডা করা
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. বিস্কুট এর জন্য:
  2. আটা 100 গ্রাম
  3. মাখন 50 গ্রাম
  4. কোকো পাউডার 25 গ্রাম
  5. বাদামি চিনি (ব্রাউন সুগার) 40 গ্রাম
  6. বেকিং পাউডার 1/2 চা চামচ
  7. ভ্যানিলা 1/2 চা চামচ
  8. বাটার ক্রিম এর জন্য:
  9. মাখন 25 গ্রাম
  10. কোকো পাউডার 15 গ্রাম
  11. চিনি গুঁড়ো 50 গ্রাম
  12. গুঁড়ো দুধ 5 গ্রাম
  13. ডার্ক চকলেট 10 গ্রাম

নির্দেশাবলী

  1. বিস্কুট এর জন্য: মাখন ও চিনি ভালো করে ফেটানো হলো।
  2. এটা বেশ ভালো ফেটানো হয়ে গেলে ভ্যানিলা দাওয়া হলো।
  3. কোকো পাউডার, আটা, বেকিং পাউডার একসঙ্গে চেলে নেওয়া হলো।
  4. মাখনের মিশ্রন এর সঙ্গে মিশিয়ে নেওয়া হলো।
  5. শুকনো লাগলে 2 চামচ দুধ মেশানো যেতে পারে।
  6. বেশি মাখার দরকার নেই। একসাথে করা গেলেই হবে।
  7. মন্ড টা ঢাকা দিয়ে 30 মিনিট রাখা হলো।
  8. এবার এটা 1/8" মোটা করে বেলে নেওয়া হলো।
  9. এর থেকে চৌকো টুকরো কেটে নেওয়া হলো।
  10. এবার টুথপিক দিয়ে ফুটো করা হলো ও চিনি লাগিয়ে দাওয়া হলো।
  11. বেকিং ট্রে এর উপর সাজিয়ে দাওয়া হলো।
  12. এটা 15 মিনিট ফ্রীজ এ রাখা হলো।
  13. ওভেন 10 মিনিট 180 সেলসিয়াস এ গরম করা হলো।
  14. বিস্কুট গুলো 15-20 মিনিট বেক করা হলো।
  15. যখন বের করা হবে তখন নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হবে।
  16. ক্রিম বানানোর জন্য:
  17. মাখন ও গুঁড়ো চিনি ভালো করে ফেটিয়ে নেওয়া হলো।
  18. এতে কোকো পাউডার, গুঁড়ো দুধ মিশানো হলো।
  19. সব শেষে ডার্ক চকলেট গলিয়ে মেশানো হলো।
  20. মিশ্রন টা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ক্রিম তৈরি।
  21. এবার এই ক্রিম দিয়ে দুটো করে বিস্কুট জুড়ে দাওয়া হলো।
  22. এইভাবে সব বিস্কুট বানিয়ে নেওয়া হলো।
  23. তৈরী হয়ে গেল ঘরে বানানো আটা বুর্বন বিস্কুট।
  24. এটা টিফিন এ দিলে বাচ্চারা খুব খুশি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার