হোম / রেসিপি / Tarka doi cup biriyani

Photo of Tarka doi cup biriyani by Juthika Ray at BetterButter
647
5
0.0(1)
0

Tarka doi cup biriyani

Oct-22-2018
Juthika Ray
20 মিনিট
প্রস্তুতি সময়
60 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • উৎসব
  • প্রধান খাবার
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. বাসমতি চাল হাফ কাপ
  2. গোটা গরম মসলা (লবঙ্গ দারচিনি এলাচ ও তেজপাতা)
  3. চিকেন আড়াইশো গ্রাম
  4. টক দই 1/2+1/2কাপ
  5. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ
  6. হলুদ গুঁড়ো আধ চামচ
  7. গরম মসলা গুঁড়ো হাফ চামচ
  8. কেওড়া জল হাফ চামচ
  9. বিরিয়ানি মসলা 1 চামচ
  10. পেঁয়াজ 2টি কুচি করা
  11. আদা রসুন বাটা 1 চামচ
  12. নুন স্বাদ মত
  13. ঘি দু'চামচ
  14. সরষের তেল হাফ কাপ
  15. গোটা জিরে হাফ চামচ
  16. রুটি বানানোর জন্য আটা 1 কাপ

নির্দেশাবলী

  1. চিকেন আদা রসুন বাটা দই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন কেওড়া জল ও তেল 2 চামচ দিয়ে ম‍্যারিনেট করে রাখলাম 1ঘন্টা
  2. ঘি ও তেল মিশিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিলাম
  3. অর্ধেক পেঁয়াজ কুচি চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম
  4. পেঁয়াজ ভাজার বাকি তেলের সঙ্গে এক চামচ তেল দিলাম
  5. চিকেন টা কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে কষতে থাকলাম
  6. কষা হয়ে গেলে তেল বেরিয়ে আসলে আরেকবার অল্প গরম জল দিয়ে কষিয়ে নিলাম
  7. গোটা গরম মসলা ও নুন মেশান জলে ভাত বানিয়ে নিলাম
  8. আর একটি কড়াইতে 1 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম হলুদ গুঁড়ো দিলাম ও বাকি দইটা ফেটিয়ে দিয়ে দিলাম
  9. নুন দিয়ে অল্প ফুটে উঠলে গ্যাস অফ করলাম
  10. কাপের মধ্যে প্রথমে অল্প ভাত এরপর চিকেন তারপরে ভাত ও ওপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম
  11. এরপর তরকা দেওয়া দইটা কাপ এর ওপরে 4 চামচ ছড়িয়ে দিলাম
  12. এইভাবে ছড়িয়ে দিলাম
  13. আটা দিয়ে রুটি বানিয়ে কাপের মুখ ঢেকে দিলাম
  14. প্রি হিট করা মাইক্রো ওভেনে 180 ডিগ্রীতে 10 মিনিট বেক করে নিলাম
  15. পরিবেশন করলাম

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
Oct-22-2018
Moumita Malla   Oct-22-2018

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার