হোম / রেসিপি / Mutton rogan josh

Photo of Mutton rogan josh by Sanchari Karmakar at BetterButter
1161
7
0.0(1)
0

Mutton rogan josh

Oct-22-2018
Sanchari Karmakar
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • উৎসব
  • জম্মু এবং কাশ্মীর
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. সারারাত টকদই দিয়ে ম্যারিনেট করা মটন ৪০০ গ্রাম
  2. টক দই ১৫০ গ্রাম
  3. নুন স্বাদ মত
  4. পেঁয়াজ ১ টা (মাঝারী সাইজের কুচিয়ে নেওয়া)
  5. আদা বাটা ১/২ চামচ
  6. রসুন বাটা ১ চামচ
  7. কাঁচালংকা ৭/৮ টা
  8. রতন জোত ১০ গ্রাম (জলে ভিজিয়ে রাখা)
  9. মৌরি গুড়ো ২ টেবিল চামচ
  10. হলুদ গুড়ো ১/২ চা চামচ
  11. শুকনো লংকার গুড়ো ১ চা চামচ
  12. দারচিনি ২-৩ টুকরো বড়
  13. এলাচ ৪-৫ টি
  14. লবঙ্গ ৬-৭ টি
  15. বড় এলাচ ১ টি
  16. সর্ষের তেল ৪ টেবিল চামচ
  17. ঘি ১ চা চামচ

নির্দেশাবলী

  1. সারারাত ধরে মটনে টক দই মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে।
  2. পরেরদিন ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনার জন্য বের করে নিয়েছি।
  3. কুকারে তেল আর ঘি গরম করে তাতে দারচিনি, এলাচ,লবঙ্গ, বড় এলাচ ফোড়ন দিয়েছি।
  4. এবারে এতে পেয়াজ কুচি সোনালী করে ভেজে নিয়েছি।
  5. মটনের গা থেকে যতটা সম্ভব মাখানো দইটা আলাদা করে মটন পিস ঢেলে দিয়েছি কুকারে, প্রায় ১০ মিনিট মত প্রথমে বড় আঁচে রেখে পরে মাঝারি আঁচে নেড়ে মটন কষিয়ে নিয়েছি।
  6. এরপরে এতে নুন, হলুদ,আদা, রসুন বাটা আর লংকার গুড়ো দিয়ে মিশিয়ে নেড়ে নিয়েছি কিছুক্ষন।
  7. এবারে মটন ম্যারিনেটের দই, ভেজানো রতন জোত, মৌরি গুড়ো মিশিয়ে মটনের জোশ টা কম আঁচে রেখে উঠতে দিয়েছি। (এই রান্না পুরো মটনের জোশ এই রাঁধতে হবে বাড়তি ভাবে জলের প্রয়োগ না করাই ভালো।)
  8. এবারে কাঁচালংকা গুলি দিয়ে প্রেসারের ঢাকা আটকে দিয়ে একদম কম আঁচে দম এ রাখতে হবে প্রায় ১৫-২০ মিনিট। (প্রয়োজন হলে বড়জোর একটা সিটি প্রেসারে দেওয়া যেতে পারে, নয়তো নয়, সারারাত ম্যারিনেটের ফলে মটন কষনোতেই এমনিই নরম হয়ে যাবে)
  9. কুকারের ঢাকনা খুলেই সুন্দর মৌরির গন্ধ যুক্ত টকটকে লালচে জোশ ওয়ালা মাটন অন্য পাত্রে ঢেলে নিতে হবে।
  10. গরম গরম বাসমতি চালের ভাতের সাথে খুব গরম থাকতেই পরিবেশন করতে হবে মটন রোগান জোশ

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Debjani Dutta
Oct-24-2018
Debjani Dutta   Oct-24-2018

Darunnn

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার