হোম / রেসিপি / পাল তোলা নৌকা
সাজানো গোছানো খাবারের প্রতি বাচ্চা-বুড়ো সবাই আকর্ষিত হয়। যেসব জিনিস বাচ্চারা সহজে খেতে চায় না, সেসব জিনিসকেই একটু আলাদা রূপে পরিবেশন করলে, না খেতে চাওয়ার ব্যাপার টা খুব সহজ হয়ে যায়। সাধারণ জিনিস কে অসাধারণ ভেবে খুশি হয়ে খেয়ে নেয়। এটা সেই রকমই একটা রেসিপি। বাচ্চাদের স্কুলের কোনো অনুষ্ঠান বা যে কোনো পার্টির জন্যও বেশ ভালো। এটা বানানোর জন্য বাচ্চারা সাহায্য করতে পারবে সহজেই, তাতে ওরা আরও খুশি হবে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন