হোম / রেসিপি / Walnut pineapple chocolate bar

Photo of Walnut pineapple chocolate bar by Kamalika Bhowmik at BetterButter
381
2
0.0(1)
0

Walnut pineapple chocolate bar

Nov-27-2018
Kamalika Bhowmik
80 মিনিট
প্রস্তুতি সময়
40 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • বাচ্চাদের রেসিপি
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. ওয়ালনাট কেক লেয়ার এর জন্য যা লাগবে
  2. বাটার 1/2কাপ ( রুম টেম্পাররচার এর)
  3. চিনি 1/4 কাপ
  4. ময়দা 1/3 কাপ
  5. ওয়ালনাট পাউডার 3/4কাপ
  6. নুন 1/2 চা চামচ
  7. ডিমের সাদা অংশ 3টি
  8. গচিনি 2 চামচ
  9. পাইনেপেল ক্রিমি লেয়ার এর জন্য যা লাগবে
  10. ডিমের হলুদ অংশ 3টি
  11. পাইনেপেল এসেন্স 1 চামচ
  12. গুঁড়ো চিনি 1/2কাপ
  13. চকলেটে লেয়ার এর জন্য যা লাগবে
  14. ডার্ক চকলেট
  15. 120 গ্রাম কুচানো
  16. ক্রিম 1/2 কাপ
  17. সাজানোর জন্য
  18. গোটা ওয়ালনাট

নির্দেশাবলী

  1. একটি মিক্সিং বাটিতে বাটার নিয়ে নিন
  2. চিনি যোগ করুন
  3. ভালো করে বিট করে নিন যতক্ষণ না ক্রিমি টেক্সটচার আসছে
  4. এবার এতে ময়দা ও নুন যোগ করতে হবে
  5. তারপর তাতে ওয়ালনাট পাউডার দিতে হবে
  6. সব গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা ভাবে কোনো রকম বিট করা যাবে না
  7. এবার অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে অল্প বিট করে তাতে চিনি যোগ করুন
  8. ডিমের সাদা অংশ কে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না স্টিফ পিক হয়
  9. এবার ফেটানো এই ডিমের অংশ কে 2 থেকে 3 বাড়ে ময়দার মিশ্রনে সাথে মেশাতে হবে
  10. এবার কেক বেক করার পাত্রের চারিপাশে বাটার পেপার লাগিয়ে নিতে হবে
  11. এবার ওয়ালনাট কেকের মিশ্রণ ঢেলে সমান করে দিতে হবে
  12. এবার এই কেকটিকে 180℃ 10 মিনিট পরেই হিট ওভেন এ 15 থেকে 20 মিনিট বেক করতে হবে
  13. টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে কেক হয়ে গেছে কিনা।যদি টুথপিক পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে কেক বেক হইয়ে গেছে।এবার কেক টিকে ঠান্ডা করে নিতে হবে
  14. এর মধ্যে দ্বিতীয় লেয়ার তৈরি করে নিতে হবে
  15. তারজন্য একটি বাটিতে ডিমের হলুদ অংশ ও চিনি ও পাইনেপেল এসেন্স মিশিয়ে নিতে হবে
  16. এরকম ক্রিমি টেক্সটচার হবে
  17. এবার এই মিশ্রনটিকে বেক করে রাখা ঠান্ডা ওয়ালনাট কেক মিশ্রনের ওপর ঢেলে দিতে হবে সমান ভাবে
  18. ভালোভাবে যেন মিশ্রণ ছড়িয়ে যায়
  19. এবার এটি লেয়ার টিকেও 15 থেকে 20 মিনিট বেক করে নিতে হবে।একই ভাবে টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে ঠিক ভাবে বেক হয়েছে কিনা
  20. বেক হইয়ে গেলে পুরো তাকে রুম টেম্পাররচার এ ঠান্ডা করে নিতে হবে।চকোলেটের লেয়ার ঢালার সময় কেক যেন একদম ঠান্ডা থাকে নাহলে চকোলেটের লেয়ার ভালোভাবে সেট হবে না
  21. চকোলেট অল্প কুচি কুচি করে নিন
  22. চকলেটের লেয়ার তৈরি করার জন্য একটি বাটিতে ক্রিম ঢেলে তাকে হালকা গরম করে নিন
  23. বাটির সাইডে যখন ক্রিম এ অল্প বাবল আসবে তখন ক্রিম গ্যাস থেকে নামিয়ে দিতে হবে
  24. এবার এই গরম ক্রিম টিকে কুচি করে রাখা চকোলেটের ওপর ঢেলে 1মিনিট অপেক্ষা করুন
  25. 1মিনিট পর ভালোভাবে মিশিয়ে নিন।যেন কোনো ডানা না থাকে
  26. এবার এই চকোলেটের মিশ্রণ কে ঠান্ডা করে রাখা কেকের ওপর দিয়ে দিন।সমান করে নিন
  27. এবার 2 ঘিনতার জন্য ফ্রিজে রেখে দিন সেট হতে বা যতক্ষণ না চকোলেটের লেয়ার সেট হয়ে যায়
  28. চকোলেটের কেয়ার সেট হইয়ে গেলে কেক তিন থেকে বের করে নিন
  29. নিজের পছন্দমতো আঁকারে কেটে ওপরে গোটা ওয়ালনাট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
Nov-27-2018
Moumita Malla   Nov-27-2018

Woow

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার