হোম / রেসিপি / রোড সাইড ধাবার মতো ডাল ফ্রাই

Photo of Road side dhaba style Dal fry by সুসমিতা ঘোষ at BetterButter
620
1
0.0(0)
0

রোড সাইড ধাবার মতো ডাল ফ্রাই

Dec-11-2018
সুসমিতা ঘোষ
15 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রোড সাইড ধাবার মতো ডাল ফ্রাই রেসিপির সম্বন্ধে

ডাল ফ্রাই ভারতের খুব জনপ্রিয় খাবার।কোথাও ঘুরতে যায় কি কোনো ধাবা বা হোটেলে খাও ডাল ফ্রাই মেনু তে থাকবেই।

রেসিপি ট্যাগ

  • মধ্যম
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. আরোহর ডাল ২ বড় চামচ
  2. মুসুর ডাল ২ বড় চামচ
  3. কালো সর্ষে ১ ছোট চামচ
  4. জীরে ১ ছোট চামচ
  5. হিং ১/২ চামচ
  6. কারী পাতা ৭-৮ টি
  7. শুকনো লঙ্কা ২ টি
  8. কাঁচা লঙ্কা ২ টি
  9. পিঁয়াজ ১ টি মাঝারি সাইজে র মিহি কুচানো
  10. টমেটো ১ টি মিহি কুচানো
  11. আদা বাটা ১ চামচ
  12. রসুন বাটা ১ চামচ
  13. নুন পরিমান মতো
  14. হলুদ ১চামচ
  15. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চামচ
  16. গরম মসলা গুঁড়ো ১ চামচ
  17. তেল ৩ চামচ
  18. ঘী ২ চামচ
  19. ধোনে পাতা কুচি ৪ চামচ
  20. কশোরী মেথি ১ চামচ
  21. জল পরিমান মতো

নির্দেশাবলী

  1. প্রথমে দল গুলো ধুয়ে অল্প জল দিয়ে কুকারে ৮-৯ টা সিটি দিয়ে নিতে হবে
  2. তারপর ঠান্ডা হলে হাত বা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে।
  3. এবার করাই গ্যাস এ বসিয়ে গরম হলে তেল আর অল্প ঘী দিতে হবে।
  4. এবার সর্ষে আর জীরে ফোরণ দিয়ে গন্ধ বেরোলে পিয়াজ কুচি দিয়ে লাল করে ভাজতে হবে
  5. ভাজা হলে আদা,রসুন বাটা দিয়ে নাড়তে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত
  6. গন্ধ গেলে শুকনো লঙ্কা,কাঁচা লঙ্কা ভেঙে দিতে হবে,কারী পাতাও দিতে হবে
  7. আবার সুন্দর গন্ধ বেরোলে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হিং দিয়ে নাড়তে হবে
  8. এবার টমেটো দিতে হবে।গ্যাস এর আঁচ কমিয়ে দিতে হবে
  9. টমেটো নরম হলে খুব অল্প জল দিতে হবে
  10. ফুটে উঠলে ডাল টা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে যদি প্রয়োজন হয় তবে আবার জল দিতে হবে।
  11. ফুটলে গরম মসলা গুঁড়ো,কশোরী মেথি দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
  12. এবার বাকি ঘী আর ধোনে পাতা কুচি ছড়িয়ে একটু ঢাকা দিতে হবে
  13. কিছুক্ষন পর ঢাকা খুলে ভাত,জীরা রাইস,নান রুটি দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম ডাল ফ্রাই।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার