হোম / রেসিপি / ফিশ ওরলি/ ব্যাটার ফিশফ্রাই

Photo of Fish orli/ batter fish fry by Sanchari Karmakar at BetterButter
460
6
0.0(0)
0

ফিশ ওরলি/ ব্যাটার ফিশফ্রাই

Dec-20-2018
Sanchari Karmakar
75 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ফিশ ওরলি/ ব্যাটার ফিশফ্রাই রেসিপির সম্বন্ধে

যেকোন পার্টিতে স্ন্যাক্স হিসাবে মাছের এই রেসিপিটি ভীষন উপযুক্ত একটি স্ন্যাক্স রেসিপি।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • কিটি পার্টি
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. মাছ ম্যারিনেশনের উপকরণ ঃ
  2. ভেটকি মাছের ফিলে ৮ পিস
  3. পেঁয়াজ বাটা ৩ চামচ
  4. কাঁচালংকা বাটা ১ চা চামচ
  5. আদা - রসুন বাটা ১ ১/২ চা চামচ
  6. ধনেপাতা কুচি ১ চা চামচ
  7. নুন পরিমান মত।
  8. গোলমরিচ গুড়ো ১ চা চামচ
  9. পাতিলেবুর রস ১/২ টা পাতিলেবু তে যতটা হয় ততটা।
  10. ব্যাটার তৈরির উপকরণ ঃ
  11. ময়দা ৩ চামচ
  12. কর্নফ্লাওয়ার ৩ চামচ
  13. নুন স্বাদমত
  14. মাছের ম্যারিনেশনে, মাখা উপকরণ ১ চামচ।
  15. নরম মাখন ১০ গ্রাম।
  16. ডিম ১ টা
  17. জল ১/৩ কাপ।
  18. ভাজার উপকরণ ঃ
  19. সানফ্লাওয়ার তেল ৫০০ এম.এল (ডুবো তেলে ভাজতে যে পরিমান লাগে)

নির্দেশাবলী

  1. ভেটকি মাছের ফিলেতে,ম্যারিনেশনের সব একজায়গায় করে নিলাম।
  2. একে একে ম্যারিনেশনের সব উপকরণ মাছের ফিলেতে দিয়ে মাখিয়ে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিলাম।
  3. ১ ঘন্টা পরে ব্যাটার তৈরি করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার এর সাথে নুন ও মাখন দিয়ে ভালো করে মেখে নিলাম শুকনো ভাবে।
  4. এরপরে, তাতে ডিম ও মাছের গায়ের ম্যারিনেট এর মাখানো উপকরণ ১ চামচ মত দিয়ে গুলে নিলাম অল্প অল্প জল দিয়ে দিয়ে এবং সেমি লিকুইড ব্যাটার বানিয়ে নিলাম।
  5. একটা করে মাছের ফিলে ব্যাটারে ডুবিয়ে ভালো করে মাখিয়ে ডুবো তেলে উলটে পালটে সোনালী করে ভেজে নিলাম।
  6. এবারে নিজের পছন্দমত স্যস, কাসুন্দি ও রিং করে কাটা পেঁয়াজের সাথে গরম গরম পরিবেশন করেছি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার