হোম / রেসিপি / চিকেন ভেজিস সুপ

Photo of Chicken Vegs Soup by Keya Deb at BetterButter
567
1
0.0(0)
0

চিকেন ভেজিস সুপ

Dec-23-2018
Keya Deb
30 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন ভেজিস সুপ রেসিপির সম্বন্ধে

শীতের পার্টির সন্ধ‍্যায় গরম গরম চিকেন ভেজিস সুপ রাখা যেতে পারে । এটি খুব সুস্বাদু ও স্বাস্থ‍্যকরও।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • সহজ
  • কিটি পার্টি
  • প্রেশার কুকারে হওয়া রান্না
  • সুপ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. চিকেন 100 গ্ৰাম
  2. গাজর 1 টি
  3. বীট 1টগর অর্ধেক
  4. বীন্স 6-7 টি
  5. মটর শুটি 10-12 টি
  6. টমাটো 1 টি
  7. বাঁধা কপি কুচানো 2 চামচ
  8. পেঁয়াজ 1টি কুচি করে কাটা
  9. আদা কুচি 1 চামচ
  10. বাটার 3 চামচ
  11. গোল মরীচগুঁড়ো 2 চামচ
  12. বীটনুন স্বাদমতো
  13. সাদা নুন স্বাদ মতো
  14. জল পরিমাণ মতো
  15. কর্ণ ফ্লাওয়ার 2 চামচ

নির্দেশাবলী

  1. চিকেন ছোটো টুকরো করে নিন
  2. সব রকম সবজী ছোটো করে কেটে নিন
  3. প্রেশার কুকারে সব রকম সবজী ও চিকেন দিয়ে দিন ।
  4. জল দিন পরিমাণ মতো
  5. এবার এর মধ্যে 1 চামচ বাটার ও স্বাদ মতো নুন দিয়ে প্রেশার আটকে দিন ।
  6. 2 টো সিটি দিয়ে নামিয়ে নিন ।
  7. একটা বাটিতে 2 চামচ কর্ণ ফ্লাওয়ার একটু জলে গুলে রাখুন ।
  8. সিটি ঠাণ্ডা হলে প্রেশার খুলে কর্ণ ফ্লাওয়ারের জলটা দিয়ে নেড়ে আর একবার ফুটিয়ে নিন ।
  9. এবার বাটিতে ঢেলে দিন ।
  10. উপর থেকে আর একটু বাটার ,,বীটনুন ও গোল মরীচ ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ধোঁয়া ওঠা চিকেন ভেজিস সুপ ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার