হোম / রেসিপি / কড়াইশুটির বরফি
কড়াইশুটি মিকসি তে পেসট করে, ঘি তে ভালো করে নেরে নেওয়া হলো ও তাতে ছোটৌএলাচ গুড়ো দেওয়া হল।তারপর খোয়াখীর ও দুধ দেওয়া হল।চিনি মিশিয়ে নেড়ে জমাট হয়ে এলে গ্যআস বনধো করে দেওয়া হল।একটা জায়গায়ে ঘি মাখিয়ে ঠানডা হয়ে গেলে ফি্জে ঢুকিয়ে রেখে দিতে হবে। তারপর বরফির আকারে কেটে নিতে হবে।তৈরী হল কড়াইশুটির বরফি।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন