হোম / রেসিপি / ক্রিসমাস ট্রি কাটলেট

Photo of Christmas tree cutlet by Mahua Nath at BetterButter
311
1
0.0(0)
0

ক্রিসমাস ট্রি কাটলেট

Jan-14-2019
Mahua Nath
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
8 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ক্রিসমাস ট্রি কাটলেট রেসিপির সম্বন্ধে

কিছুদিন আগেই বড়দিন মানে ক্রিসমাস গেল তাই ক্রিসমাস ট্রি সেপের কাটলেট বানিয়ে ছিলাম,শীতের হরেক রকম সব্জির সমারহে তৈরি এই কাটলেট।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বড়দিন
  • পশ্চিমবঙ্গ
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • কম ফ‍্যাট

উপকরণ পরিবেশন সংখ্যা: 8

  1. মাঝারি সাইজের গাজর ২টো
  2. ছোট সাইজের ফুলকপি ১টা
  3. আলু ১ টা
  4. খোসা ছাড়ানো কড়াইশুঁটি ১৫০ গ্রাম
  5. গরম মসলার গুঁড়া ১টেবিল -চামচ
  6. চাট মসলার গুঁড়ো ২ টেবিল চামচ
  7. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
  8. বিস্কুটের গুঁড়ো ১/২ কাপ
  9. আদা কুচি ১ চা চামচ
  10. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  11. সাদা তেল ২ কাপ
  12. নুন স্বাদমতো
  13. ধনেপাতার চাটনি ১ কাপ
  14. মেয়োনিজ ৩ টেবিল চামচ
  15. সামান্য রেড বেল পেপার কুচি
  16. সামান্য হলুদ বেলপেপার কুচি

নির্দেশাবলী

  1. প্রথমে আলু গাজর ফুলকপি কড়াইশুঁটি হাফ কাম জল দিয়ে কুকারে ভালো করে সেদ্ধ করে নিলাম
  2. সেদ্ধ করা হয়ে গেলে জলটাকে ছেকে এবার আলু গাজর ফুলকপি কড়াইশুঁটি কে ভালো করে চটকে নিলাম
  3. এবার এর মধ্যে চাট মসলা গরম মসলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম
  4. এবার দিলাম কুচোনো আদা ধনেপাতা কুচি ও নুন
  5. শেষে বিস্কুটের গুঁড়ো দিলাম
  6. এবার ভাল করে সব কিছুকে মেখে নিলাম
  7. এবার এই মাখা থেকে একটু একটু নিয়ে ক্রিসমাস ট্রি আকারে সেপ দিলাম
  8. এবার নিচের দিক থেকে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলাম ভালো করে
  9. এবার সব গুলো কে এই একই রকম ভাবে করে নিলাম
  10. এবার ডুবো তেলে ভেজে তুলে নিলাম একটা টিস্যু পেপারে
  11. এবার সব ভাজা হয়ে গেলে একটা একটা করে কাটলেট নিয়ে কাটলেট এর একপাশে ধনেপাতার চাটনি পাইপিং ব্যাগে ঢুকিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম
  12. ধনেপাতার চাটনির ওপরে মেয়োনিজ পাইপিং ব্যাগে ঢুকিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম
  13. এবার ছোট ছোট যে হলুদ এবং লাল বেল পেপার এর কুচি গুলো আছে সেগুলো এই কাটলেট এর ওপরে একটু এদিক-ওদিক করে সাজিয়ে দিলাম
  14. ব্যাস তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস ট্রি কাটলেট একদম পুরো ক্রিসমাস ট্রি মতন দেখতে লাগছে
  15. এবার পরিবেশন করলাম।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার