হোম / রেসিপি / চিকেন ভেজিটেবল স্যুপ

Photo of Chicken Vegetable Soup by Papiya Modak at BetterButter
697
2
0.0(0)
1

চিকেন ভেজিটেবল স্যুপ

Jan-14-2019
Papiya Modak
15 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপির সম্বন্ধে

শীতের সন্ধে এইরকম একটি ভেজিটেবল চিকেন সুপ খেলে পেট মন ২টোই ভরে যায়৷

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • পশ্চিমবঙ্গ
  • প্রেশার কুকারে হওয়া রান্না
  • সুপ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চিকেন ছোটো কিউব করে কাটা ৫০০ গ্রাম
  2. পেঁয়াজ কুচি 1 কাপ
  3. গাজর কুচি 1 কাপ
  4. বিনস কুচি 1 কাপ
  5. টমেটো কুচি ১/২ কাপ
  6. কড়াইশুঁটি এক কাপ
  7. রসুন কুচি ১ টেবিল চামচ
  8. আদা কুচি 1 টেবিল চামচ
  9. ধনেপাতা কুচি এক মুঠো
  10. গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ
  11. লবণ স্বাদমতো
  12. অলিভ অয়েল 2 টেবিল চামচ
  13. 3 কাপ জল

নির্দেশাবলী

  1. প্রেসার কুকারে অলিভ অয়েল গরম করতে হবে
  2. তেল গরম হলে রসুন ও আদা কুচি দিয়ে ভাজতে হবে
  3. ভাজা হলে চিকেন কুচি দিয়ে দিতে হবে
  4. 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর সমস্ত সবজি দিয়ে দিতে হবে
  5. এবার বেশ কিছুক্ষণ সমস্ত সবজি ভাজতে হবে
  6. ভাজা হলে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো
  7. এবার জল দিয়ে কুকারের ঢাকণা বন্ধ করে ৩টি সিটি দেয়া হলো
  8. রেডি চিকেন ভেজিটেবল স্যুপ৷ গরম গরম সার্ভ করুন৷

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার