হোম / রেসিপি / শীতল পিঠে
শীতকালের পিঠের মধ্যে এই পিঠে একটু অন্য ধরনের।এটা শুধু রন্না কর শীতের ঠান্ডায় ঠান্ডা কর আর আমৃতের স্বাদ পাও।এই পিঠের অনেক নাম যেমন রন্না পিঠে,থাল পিঠে,আগেকার দিনে পাথরের থালায় ঢেলে ঠান্ডা করতো বলে অনেকে আবার বলে পাথর পিঠে আর এই পিঠের আসল স্বাদ ঠান্ডা খেয়েই পাওয়া যায় বা এই পিঠে ঠান্ডা খাই তাই অনেকেই বলে শীতল পিঠে।খেতে খুবই ভালো এই পিঠে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন