হোম / রেসিপি / চিংড়ি মাছ দিয়ে স্প্রউট

Photo of Prawn in sprout by টিনা সাধুখাঁ at BetterButter
361
1
0.0(0)
0

চিংড়ি মাছ দিয়ে স্প্রউট

Jan-18-2019
টিনা সাধুখাঁ
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিংড়ি মাছ দিয়ে স্প্রউট রেসিপির সম্বন্ধে

সুস্বাদু পদ।যা লুচির সাথে খুব ভালো লাগে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. স্প্রউট ২৫০গ্রাম
  2. চিংড়ি মাছ ১০০গ্রাম
  3. পেঁয়াজ ১টা
  4. টমেটো ১টা
  5. তেল, নুন, হলুদ পরিমান মতো
  6. গোটা জিরে ১ চিমটে
  7. ধনে,জিরে গুরো ১/২ চা চামচ
  8. গরমমশলআ গুরো ১ চা চামচ
  9. লঙ্কা গুঁড়ো পরিমান মতো
  10. ঘি ১ চা চামচ

নির্দেশাবলী

  1. ১.চিংড়ি মাছ নুন, হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হল।
  2. ২.মাছ ভাজা গুলি তুলে রাখা হল।
  3. ৩.মাছ ভাজার তেলে গোটা জিরে ফোড়ন দেওয়া হল।
  4. ৪.তার পর পেয়াজ ,স্প্রউট দেওয়া হল।
  5. ৫.সবটা ভাজা হলে নুন,হলুদ,জিরেওধনেগুরো দেওয়া হল।
  6. ৬.সব মশলা দিয়ে ভালো করে কষান হল।
  7. ৭.গ্যাসকে কমিয়ে দেওয়া হল।আর ঢাকা দিয়ে দেওয়া হল।
  8. ৮.সব টা সেদ্ধ হয়ে গেলে ভাজা চিংড়িচ মিশিয়ে দেওয়া হল।
  9. ৯.সবশেষে ঘি আর গরমমশলা গুরো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হল ১০মি. সময়ের জন্য।
  10. ১০.তৈরি হল চিংড়ি দিয়ে স্প্রাউট।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার