হোম / রেসিপি / চিজি ফিশ কেক ( মাইক্রোওয়েভ ওভেন )

Photo of Cheesy Fish Cake ( In Microwave oven  ) by Shampa Das at BetterButter
540
4
0.0(0)
0

চিজি ফিশ কেক ( মাইক্রোওয়েভ ওভেন )

Jan-29-2019
Shampa Das
15 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিজি ফিশ কেক ( মাইক্রোওয়েভ ওভেন ) রেসিপির সম্বন্ধে

বিকেলের টিফিনের জন্য একদম পার্ফেক্ট , খুব তাড়াতাড়ি হয়ে যায় ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • ঢিমে আঁচে রান্না
  • মাইক্রোওয়েভিং
  • স্ন‍্যাক্স
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ১০০ গ্রাম বাসা ফিলে
  2. ১ টা সেদ্ধ আলুর অর্ধেক
  3. ১ টা ডিম
  4. ৩ কিউব প্রসেসড্ চিজ্
  5. ২ টেবিল চামচ বাটার
  6. ১ টা মাঝারি সাইজের পেঁয়াজ
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১ চা চামচ ওরিগ্যানো
  9. ১ চা চামচ ড্রাই পার্সলে পাতা
  10. ১ ছোট সবুজ ক্যাপসিকাম
  11. ১ টা ছোট লাল ক্যাপসিকাম
  12. ১ চা চামচ ওয়েস্টার সস
  13. ১ চা চামচ টমেটো সস
  14. ২ চা চামচ গোলমরিচ গুড়ো
  15. ১/২ লেবুর রস
  16. পরিমাণ মতো নুন
  17. ১ স্লাইস পাউরুটি
  18. ১/২ কাপ দুধ

নির্দেশাবলী

  1. দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে রাখতে হবে
  2. মাছটা লেবুর রস নুন ও গোলমরিচ গুড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে
  3. ননস্টিক প্যানে বাটার দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে সাঁতলে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ স্বচ্ছ হচ্ছে
  4. ম্যারিনেট করে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে
  5. সেদ্ধ আলু প্যানে দিয়ে সব কিছু ভাল করে ম্যাশ করে নিতে হবে
  6. ওয়েস্টার সস টমেটো সস , ওরিগ্যানো , পার্সলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
  7. মিশ্রনটা ঠান্ডা করে নিতে হবে
  8. একটা বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে
  9. ভিজিয়ে রাখা পাউরুটি মিশিয়ে নিতে হবে
  10. মাছের মিশ্রণ অর্ধেক গ্রেট করা চিজ্ অর্ধেক কুচোনো ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
  11. মাইক্রোওয়েভ ওভেন প্রুফ বাটিতে মিশ্রণটা ঢেলে দিতে হবে
  12. ১০০% পাওয়ার এ ৫ মিনিট বেক করলেই রেডি চিজি ফিশ কেক

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার