হোম / রেসিপি / মেয়োনিজ স্যান্ডউইচ

Photo of Mayonnaise Sandwich by Sampurna Sarkar at BetterButter
1388
2
0.0(0)
0

মেয়োনিজ স্যান্ডউইচ

Feb-11-2019
Sampurna Sarkar
20 মিনিট
প্রস্তুতি সময়
0 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মেয়োনিজ স্যান্ডউইচ রেসিপির সম্বন্ধে

অনেক রকম সব্জি দিয়ে বানানো এই খাবার খুবই স্বাস্থ্যকর।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • প্রতিদিন
  • মিশ্রণ
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. গাজর ছোট ১ টা কুচি করা
  2. শসা ছোট ১ টা কুচি করা
  3. টমেটো ১ টা কুচি করা
  4. ক্যাপসিকাম ছটো ১ টা কুচি করা
  5. বাধাঁকপি কুচি করা ১/৩ কাপ
  6. পাউরুটি ৪ পিস
  7. বাটার ২ টেবিল চামচ
  8. মেয়োনিজ ২ টেবিল চামচ
  9. গোলমরিচ গুড়োঁ ১/২ চা চামচ
  10. নুন স্বাদ মতো

নির্দেশাবলী

  1. ক্যাপসিকাম, টমেটো,শসা,গাজর ও বাধাঁকপি সমস্ত কিছু একদম কুচি করে কেটে নিতে হবে।টমেটোর বীজ বাদ দিয়ে কুচি করতে হবে।
  2. কাটা সব্জি একটা বড় বাটিতে নিতে হবে।
  3. এবার কাটা সব্জির মধ্যে ২ টেবিল চামচ মেয়োনিজ,১/২ চা চামচ গোলমরিচ গুড়োঁ ও স্বাদ মতো নুন দিতে হবে।
  4. সমস্তো কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।
  5. এবার পাউরুটির পিস নিয়ে চার পাশ কেটে বাদ দিয়ে নিতে হবে।
  6. পাউরুটিতে ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে।
  7. ৪ পিস পাউরুটির মধ্যে ২ পিসের উপর বানানো সব্জির মিশ্রণ এই ভাবে ছরিয়ে নিতে হবে।
  8. বাকি ২ পিস পাউরুটি মিশ্রণের উপরে দিয়ে ঢেকে দিতে হবে।মেয়োনিজ স্যান্ড্উইচ তৈরি।
  9. মাঝখান থেকে কেটে পরিবেশন করেছি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার