হোম / রেসিপি / লেমন করিয়ান্ডার ফিশ উইথ ভেজিটেবল(মাইক্রোওয়েভড)
আজ একটি অত্যন্ত স্বাস্থ্যকর ও সুস্বাদু মেইন কোর্স এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই লেমন করিয়ান্ডার ফিশ টি বানিয়েছি মাইক্রোওয়েভ এ , সাথে সাইড ডিশ হিসাবে সার্ভ করেছি স্টিম ভেজিটেবল। এই ডিশ টি আপনি কমপ্লিট মিল হিসাবে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভালোই লাগে। রোজকার মাছ ভাত থেকে একটু পরিবর্তন আরকি। আর এই সুন্দর প্লেইট টা আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন